Acer এর নতুন অফার, পুরনো স্মার্টফোন দিয়ে নিয়ে যান নতুন ল্যাপটপ

HIGHLIGHTS

এই অফারকে ‘ইজি টু বাই’ আর ‘ইজি টু অন’ নাম দেওয়া হয়েছে

Acer এর নতুন অফার, পুরনো স্মার্টফোন দিয়ে নিয়ে যান নতুন ল্যাপটপ

ল্যাপটপ নির্মানকারী কোম্পানি Acer একটি নতুন অফার নিয়ে এসছে, এই অফারে আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ল্যাপটপ নিতে পারবনে. আপনার পুরনো স্মার্টফোনকে এক্সচেঞ্জ করে আপনি Acer ল্যাপটপে 23,000 টাকা অব্দি ডিস্কাউন্ট পেতে পারবেন.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই অফারটিকে দুটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এই দুটিকে ‘ইজি টু বাই’ আর ‘ইজি টু অন’ নাম দেওয়া হয়েছে. ইজি টু বাই অফারে 23,000 টাকা অব্দি ছাড় পাওয়া যেতে পারে. এছাড়া এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি আর 999 টাকা অব্দি ক্যাশব্যাক পেতে পারেন.  

আরো দেখুন:Jio কে মাত দেবে DataWind, মাত্র Rs. 200 তে দেবে সারা বছরের জন্য ইন্টারনেট

এছাড়া ইজি টু অন অফারে আপনি এক বছর অব্দি অ্যান্টিভাইরাস সাবস্ক্রিপশন এর সঙ্গে এক্সটেন্ডেড ব্যাটারিও পেতে পারেন. এছাড়া কোম্পানি 5,999 টাকার মাইক্রোসফট অফিসও কিছু সিলেক্টেড ল্যাপটপের সঙ্গে দিচ্ছে.

এছাড়া এই অফারে আপনি লাইফটাইম ক্র্যাশ ডাটা রিকভারিও পাওয়া যেতে পারে. এই সফটওয়্যারকে আলাদা করে নেওয়ার জন্য আপনাকে 2499 টাকা দিতে হবে.

আরো দেখুন: Honor Note 9 এর ছবি হল লিক

আরো দেখুন:Sony Xperia XZs 4ঠা এপ্রিল ভারতে লঞ্চ হবে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo