এই 11 টি XIAOMI ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড Q বিটা আপডেট, আপনার ফোনও কি আছে এতে!

HIGHLIGHTS

সাওমির 11 টি ফোনে নতুন আপডেট আসবে

Redmi 7 আর Redmi Note 7 Pro ফোন দুটি 2020 সালের প্রথমে নতুন আপডেট পাবে

এই 11 টি XIAOMI ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড Q বিটা আপডেট, আপনার ফোনও কি আছে এতে!

সাওমি তাদের 11 টি ফোনের নাম জানিয়েছে যা অ্যান্ড্রয়েড Q বিটার আপডেট পাবে। আর এর মধ্যে 9টি স্মার্টফোন 2019 সালের ফোর্থ কোয়াটারে এই আপডেট পাবে আর সেখানে দুটি ফোন 2020 সালের প্রথম কোয়াটারে এই আপডেট পাবে। কোম্পানি তাদের অফিসিয়াল MIUI ফোরামে এই বিষয়ে জানিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

2019 সালের ফোর্থ কোয়াটারে এই ফোন গুলি অ্যান্ড্রয়েড Q বিটা আপডেট পাবে

Xiaomi Mi 9

Xiaomi Mi 9 SE

Xiaomi Mi Mix 2S

Xiaomi Mi Mix 3

Xiaomi Mi 8

Xiaomi Mi 8 Pro

Xiaomi Mi 8 Explorer

Redmi K20 Pro 

Redmi K20

2020 সালের প্রথম কোয়াটারে অ্যান্ড্রয়েড Q বিটা এই ফোন গুলি পাবে

Redmi Note 7 Pro

Redmi Note 7

তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই 11টি ফোনের মধ্যে Redmi Note 7 Pro আর Redmi Note 7 ফোন দুটিই ভারতে আছে । তবে কোম্পানি 15 জুলাই ভারতে তাদের রেডমি ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ করবে। আর এই ফোন ভারতে POCO ব্র্যান্ডের সঙ্গে আসবে বলে শোনা গেলেও সেই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা জায়নি।

Redmi K20 Pro ফোনে 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর এই Redmi K20 আর K20 Pro ফোনে আপনারা NFC পাবেন। আর এর সঙ্গে Redmi K20 Pro ফোনে 6.39 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে যা AMOLED ডিসপ্লে,

আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 855 পাবেন। Redmi K20 Pro ফোনে 3.5 mm হেডফোন জ্যাক আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo