MWC 2018: লেনোভো Yoga 730 আর Yoga 530 অ্যালেক্সার সঙ্গে নিয়ে এল

MWC 2018: লেনোভো Yoga 730 আর Yoga 530 অ্যালেক্সার সঙ্গে নিয়ে এল
HIGHLIGHTS

এই দুটি নতুন ল্যাপটপ ফার-ফিল্ড মাইক্রোফোন্স যুক্ত যার মাধ্যমে কেউ অ্যালেক্সাকে মেশিনে গান শুনতে বা ক্যাব ডাকতে বলতে পারবে

এই বছরের MWCতে লেনোভো কোন ফোন লঞ্চ না করলেও কোম্পানি দুটি ল্যাপটপ নিয়ে এসেছে। কোম্পানি Yoga 730 আর Yoga 530 ল্যাপটপ দুটি MWCতে নিয়ে এসেছে। দুটি ডিভাইসই তাদের আগের ডিভাইস যা এপ্রিলে লঞ্চ হয়েছিল তার নতুন ভার্সান। এই দুটি যন্ত্রের সব থেকে বড় পরিবর্তন যে তারা এতে অ্যালেক্সা দিয়েছে। দুটি ল্যাপটপই ফার-ফিল্ড মাইক্রোফোন ফিচার্স যুক্ত যা আমরা Yoga 920তে দেখেছি যা আপনি কার্টোনাতে ব্যবহার করা যাবে। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

লেনোভোর Lenovo Yoga 720’র মতন Lenovo Yoga 730ও 13-ইঞ্চি আর 15-ইঞ্চির ফোর্ম ফ্যাক্টার যুক্ত। দুটি মডেলই 8th জেনারেশানের ইন্টেল কোর i7 প্রসেসার আর 16GB র‍্যাম যুক্ত। এই SSD স্টোরেজ 13-ইঞ্চির মডেলটির স্টোরেজ 512GB’র আর 15-ইঞ্চির মডেলের 1TB। বড় মডেলটিতে NVIDIA GeForce GTX 1050 GPU আছে। যা 1080p বা 4K রেজিলেউশানের ডিসপ্লে যুক্ত, যা লেনোভোর অ্যাক্টিভ পেন 2 স্টাইলে কাজ করে। এর আগের ল্যাপটপের মতন আডিওর ব্যাপারটি JBL স্পিকার যুক্ত। 15-ইঞ্চির মডেলটি 1.89kg ‘র আর 13-ইঞ্চির মডেলটি র ওজন 1.2kg। এর দাম শুরু হবে $549 (58,230 টাকা আনুমানিক ডিরেক্টলি কনভার্টেড)।

লেনভো এও ঘোষান করেছে যে Yoga 530 ফ্লেক্স 14 আছে Yoga 730তে। নতুন মেশিনটিতে নতুন Yoga’র মতন অল মেটাল বিল্ড দেওয়া হয়নি, তবে এটি স্পেশিফিকেশানের টার্মসের সঙ্গে মেলেনি। Lenovo Yoga 530 8th জেনারেশানের ইন্টেল কোর i7 প্রসেসার যুক্ত হওয়ার কথা, 16GB DDR4  র‍্যাম আর 512GB SSD স্টোরেজ যুক্ত। আর এই যন্ত্রটি 14-ইঞ্চির IPS LCD ডিসপ্লে যুক্ত আর লেনোভো বলেছে দাবি করেছে যে এটি 10 ঘন্টা অব্দি ব্যাটারি লাইফ দেয়। মাত্র 1.6kg’র এই মেশিনটি বেশ হাল্কা। এর দাম শুরু হচ্ছে $549 (35,550 টাকা ডিরক্টলি কনভার্টেড) থেকে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo