গেমারদের জন্য 16 ইঞ্চি স্ক্রিন সহ বেস্ট Gaming Laptop, দেখে নিন সেরা অপশন

গেমারদের জন্য 16 ইঞ্চি স্ক্রিন সহ বেস্ট Gaming Laptop, দেখে নিন সেরা অপশন
HIGHLIGHTS

অফিসের কাজ করতে সমস্যা হয় তখন 16 ইঞ্চি স্ক্রিন সাইজের ল্যাপটপের দরকার পড়ে

16 ইঞ্চি স্ক্রিন সাইজের ল্যাপটপগুলি একদিকে যেমন শক্তিশালী, তেমনি একই সময়ে অনেক মিডিয়া ফাইল এবং ইনফরমেশনের অ্যাক্সেস পাওয়া যায়

গেমারদের জন্য Best Gaming Laptop অপশন লিস্ট এক নজরে

অফিসের সমস্ত কাজ সবসময় মাঝারি সাইজের স্ক্রিন রয়েছে এমন ল্যাপটপ দিয়ে করা যায় না। অনেক সময় ফুল ভিউ অ্যাক্সেসের জন্য বড়ো ডিসপ্লের দরকার পরে। যখন 14 ইঞ্চি বা 15.6 ইঞ্চির ল্যাপটপে অফিসের কাজ করতে সমস্যা হয় তখন 16 ইঞ্চি স্ক্রিন সাইজের ল্যাপটপের দরকার পড়ে। 16 ইঞ্চি স্ক্রিন সাইজের ল্যাপটপগুলি একদিকে যেমন শক্তিশালী, তেমনি একই সময়ে অনেক মিডিয়া ফাইল এবং ইনফরমেশনের অ্যাক্সেস পাওয়া যায়।

আজ আমরা আপনার জন্য সেরা কয়েকটি 16 ইঞ্চি স্ক্রিন সাইজের ল্যাপটপের অপশন দিচ্ছেি, দেখে নিন একনজরে-

Apple MacBook Pro

নতুন Apple MacBook Pro মডেল, শক্তিশালী ল্যাপটপগুলির তালিকায় প্রধান। এই ডিভাইস আসছে 16 ইঞ্চি স্ক্রিন সাইজের সঙ্গে। এই ল্যাপটপে রয়েছে নতুন M1 Pro এবং M1 Max চিপসেট। এতে রয়েছে একাধিক পোর্টের ফিচার এবং আসছে 1080P কোয়ালিটির ক্যামেরা সমেত মিনি এলইডি ডিসপ্লের সাথে। নতুন M1 Pro এবং M1 Max সিরিজের ল্যাপটপের দাম এখন রয়েছে 2,39,900 টাকা। এখান থেকে কিনুন

Lenovo Legion 7

Lenovo Legion 7 ল্যাপটপ আসছে Ryzen 9 5900HX প্রসেসরের সাথে। এই ল্যাপটপে রয়েছে 16 ইঞ্চির QHD IPS স্ক্রিন। স্টোরেজ হিসেবে রয়েছে 32GB RAM এবং 1TB SSD স্টোরেজ। এই ডিভাইস আসছে Nvidia RTX 3080 16GB GPU এবং RGB কীবোর্ডের সঙ্গে। এই ল্যাপটপের স্ক্রিনের রিফ্রেশ রেট 165 Hz । এই ল্যাপটপের বাজেট যদিও একটু বেশি, তবে তার বদলে 16 ইঞ্চি ডিসপ্লে সমেত Lenovo Legion 5 Pro সিরিজের ল্যাপটপ কেনা যেতে পারে। এখান থেকে কিনুন

LG Gram 16

সবচাইতে পাতলা ওজনের ল্যাপটপগুলির মধ্যে অন্যতম হল LG Gram সিরিজ। এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর 11th জেন i7 প্রসেসর। পাওয়া যাবে 16GB RAM এবং 512GB SSD স্টোরেজের সাথে। এছাড়া রয়েছে ইনটেল আইরিশ Xe গ্রাফিক্স। এই ল্যাপটপ আসছে 16 ইঞ্চি WQXGA IPS প্যানেলের সাথে। ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন 2560 X1600 পিক্সেল। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 16:10 । এই ল্যাপটপের ওজন মাত্র 1.19 কেজি এবং কেনা যাবে 92,990 টাকায়। এখান থেকে কিনুন

HP Victus 16

HP Victus সিরিজের 16 ইঞ্চির ল্যাপটপ একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Ryzen 5 5600H ভ্যারিয়েন্টের দাম পড়বে 72,990 টাকা। এই ল্যাপটপ আসছে 16.1 ইঞ্চির এফএইচডি ডিসপ্লের সঙ্গে। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 512GB SSD স্টোরেজ। এছাড়া রয়েছে Nvidia RTX 3050 GPU । এই ল্যাপটপ খুন একটা শক্তিশালী হলেও বেশ ভালো গেমিং এক্সপেরিইয়েন্সের জন্য উল্লেখযোগ্য। এখান থেকে কিনুন

Asus RPG Xephyrus M16

এই Asus RPG Xephyrus M16 ল্যাপটপ আসছে ফুল এইচডি 16 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে। এতে রয়েছে 1920X1080 স্ক্রিন রেজোলিউশন। এছাড়া রয়েছে ইনটেল কোর i7 11800H প্রসেসর এবং 16GB RAM। সঙ্গে রয়েছে 1TB SSD স্টোরেজ। এই ল্যাপটপ আসছে RGB কিবোর্ড সমেত। দাম পড়তে পারে 1,60,990 টাকা মতন। এখান থেকে কিনুন

Digit.in
Logo
Digit.in
Logo