আর সম্প্রতি SMS য়ের জন্য নতুন একটি অ্যাপ এনেছে গুগল, আর এর সঙ্গে অ্যান্ড্রয়েডে এই ফিচারটি এসেছে, আর অ্যান্ড্রয়েড ম্যাসেজ অ্যাপটি ওয়েব অ্যাপও লঞ্চ হয়েছে
এই সময়ে SMS য়ের ব্যাবহার অনেকটাই কমে গেছে। এখন মেসেজ করা মানে তা হোয়াটসঅ্যাপ, ফেসুক বা মেসেঞ্জার থেকেই মেসেজ করা হয়। যদিও এখন অনেক ডাটা প্ল্যানেই ভরপুর SMS য়ের অফার দেওয়া হয় তবুও আমাদের কাছে SMS এখন অনেকটাই দুয়োরানীর মতন।
Survey
✅ Thank you for completing the survey!
তবে অনেক সময়ে আমরা SMS করেই থাকি। আর সম্প্রতি SMS য়ের জন্য নতুন একটি অ্যাপ এনেছে গুগল। আর এর সঙ্গে অ্যান্ড্রয়েডে এই ফিচারটি এসেছে। আর অ্যান্ড্রয়েড ম্যাসেজ অ্যাপটি ওয়েব অ্যাপও লঞ্চ হয়েছে। আর এছাড়া উইন্ডোস 10 য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কমপেনিয়াম অ্যাপও এসেছে। আসুন দেখা যাক যে এই অ্যাপের মাধ্যমে আপনারা কী করে ডেক্সটম থেকে SMS পাঠাতে পারবেন।