Amazon আর Flipkartয়ে আজকে এই জিনিস গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এই অফার গুলিতে ডিস্কাউন্ট ছাড়া, ব্যাঙ্ক অফার্স আর EMI য়ের সুযোগও আছে

Amazon আর Flipkartয়ে আজকে এই জিনিস গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট আর অ্যামাজন প্রায়ই কোন না কোন জিনিসের ওপর ডিস্কাউন্ট দিতে থাকে। আর আজেক তারা এই জিনিস গুলির ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। আর আজকে তারা স্মার্টফোন, ব্লুটুথ স্পিকার আর হেডফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর মধ্যে কোন জিনিস যদি আপনাদের পছদন হয় তবে আপনারা এই আর্টিকেলটি একবার দেখতে পারেন। আপনারা এখানে ডিস্কাউন্ট ছাড়া, ব্যাঙ্ক অফার্স আর EMIও পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Eufy Genie AK-T1241211 Smart Speaker with Amazon Alexa: এই স্পিকারটি আজকে অ্যামাজনে 51% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আর এর পরে আপনারা এটি 3,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।এই স্পিকারটি মান্থলি ইন্সটলমেন্টে 190 টাকায় কেনা যাচ্ছে। আর এই স্পিকারটি 2.4GHz Wi-Fi নেটওয়ার্ক সাপোর্ট করে কিন্তু এটি ব্লুটুথ স্পিকার সাপোরট করে না।এখান থেকে কিনুন

F&D W7 Portable Bluetooth Speaker: এই স্পিকারটির দামের ওপর 45% য়ের এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর পরে এটি 1,199 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ব্লুটুথ স্পিকারটি কেনার জন্য ফোনপে দিয়ে পেমেন্ট করলে 15% ক্যাশব্যাক পাওয়া যাবে। পাওয়ার সোর্সের জন্য এই ডিভাইসে ব্যাটারি আছে। এখান থেকে কিনুন

Boat Rockerz 510 Wireless Bluetooth Headphones:ই হেডফোনটির দাম এমনিতে 3,990টাকা আর এটি 55% ডিস্কাউন্টের পরে মাত্র 1,799 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই হেডফোনটি ব্লু কালারে পাওয়া যাবে আর এটি 10 ঘন্টার ব্যাটারি লাইফ দেয়। এখান থেকে কিনুন

Asus Zenfone 3s Max: এই আসুসের স্মার্টফোনটির দামের ওপর 40% য়ের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর এর পরে এটি 14,999 টাকার বদলে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনটিতে 3 GB   র‍্যাম আর 32 GB স্টোরেজ আছে আর এই ডিভাইসটির ব্যাটারি 5000 mAhয়ের। এখান থেকে কিনুন

Lenovo Tab4 10 Tablet (10.1 inch,16GB,Wi-Fi + 4G LTE) Slate Black: এই ট্যাবলেটটির দামের ওপর ফ্লিপকার্ট 26% য়ের ডিস্কাউন্ট দিচ্ছে আর এর পরে এই ট্যাবটি আপনারা 15,490 টাকায় কিনতে পারবেন। আর এই ট্যাবটি প্রতিমাসে 760 টাকার ইন্সটলমেন্টেও কেনা যেতে পারে। এই ট্যাবলেটটিতে 7000mAh য়ের ব্যাটারিয়া আছে। আর এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। এখান থেকে কিনুন

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

নোটঃ এই ডিভাইস গুলির দামের সাইটে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, কারন সাইটে এই জিনিস গুলির দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo