স্যামসং ক্রিসমাস কার্নিভাল সেলঃ স্যামসং এর এই স্মার্টফোন গুলির ওপর 8,000 টাকা অব্দি ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে সঙ্গে আছে আরও আকর্ষণীয় অফার

HIGHLIGHTS

স্যামসং পেটিএম মলের সঙ্গে চুক্তি করে Galaxy Note 8, Galaxy S8 আর S8+ এর ওপর 8,000 টাকা অব্দি ক্যাশ ব্যাক অফার করছে

স্যামসং ক্রিসমাস কার্নিভাল সেলঃ স্যামসং এর এই স্মার্টফোন গুলির ওপর 8,000 টাকা অব্দি ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে সঙ্গে আছে আরও আকর্ষণীয় অফার

স্যামসং 8-15 ডিসেম্বর অব্দি “ক্রিসমাস কার্নিভাল” সেল নিয়ে এসেছে। কোম্পানি পেটিএম মলের সঙ্গে চুক্তি করে Galaxy Note 8, Galaxy S8 আর S8+ এর ওপর 8,000 টাকা অব্দি ক্যাশ ব্যাক অফার করছে। Galaxy Note 8 এর দাম 63,900 টাকা আর Galaxy S8 ও S8+ এর দাম যথাক্রমে 53,900 টাকা ও 58,900 টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্যামসং Bajaj Finserv এর সঙ্গে চুক্তি করেছে আর সেখানে এই ডিভাইস গুলি ওপর নো-কস্ট EMI অফার করেছে। গ্রহাকরা এই ডিভাইসের সঙ্গে এক বছরের জন্য আক্সমিক আর লিকুইড ড্যামেজ প্রোটেকশান পাবে। আরও একটি বিকল্পও আছে, যাতে ইউজার্সরা ডিভাইস কেনার পরে টাকা দিতে পারবে।

Samsung Galaxy S7, Galaxy On Max,On Nxt (64GB),On5, On5 Pro, J7 ও আরও অন্যান্য কিছু ডিভাইসের ওপর ১০ শতাংশ অব্দি মোবিকুইক সুপার ক্যাশও পাওয়া যাচ্ছে।Samsung Gear S3 Frontier স্মার্টফোনটির দাম 30,799 টাকা থেকে কমে 28,900 টাকা হয়েছে।

স্যামসং তাদের বেটাল স্পিকার্সও 4,270 টাকা দামে বিক্রি করছে যার দাম এমনিতে 4,999 টাকা ছিল। লেবেল U হেডফোনের দাম 2,999 টাকা থেকে কমে 2,270 টাকা করা হয়েছে। স্যামসং লেবেল বক্সে স্লিম ওয়াটার রেজিস্টেন্স ব্লুটুথ স্পিকার এবার   5,149 টাকা দামে কিনতে পাওয়া যাচ্ছে যার এমনিতে দাম 6,699 টাকা।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo