দেশে লঞ্চ হল e-RUPI ভাউচার, এবার QR code এবং SMS এর মাধ্যমেই পৌঁছে যাবে টাকা, জানুন কীভাবে

দেশে লঞ্চ হল e-RUPI ভাউচার, এবার QR code এবং SMS এর মাধ্যমেই পৌঁছে যাবে টাকা, জানুন কীভাবে
HIGHLIGHTS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে নিয়ে এল e-RUPI, যা একটি ই-ভাউচার হিসাবে কাজ করবে

e-RUPI ভাউচার কোনও পেমেন্ট অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ড ছাড়াই রিডিম করা যাবে

e-RUPI ভাউচার কোনও ব্যক্তির কাছে QR Code বা SMS এর মাধ্যমে পাঠানো হবে

ডিজিটাল পেমেন্টকে আরও একধাপ এগিয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে নিয়ে এল e-RUPI। ই-রুপি একটি ই-ভাউচার হিসাবে কাজ করবে যা QR Code এবং এসএমএস-এর উপর ভিত্তি, যা ইউজাররা মোবাইলের মাধ্যমে পাবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইলেকট্রনিক ভাউচার ডিজিটাল পেমেন্ট সলিউশন লঞ্চ করেন। এর ফলে অনলাইন ব্যাঙ্কিং, পেমেন্ট অ্যাপ ব্যবহার না করলেও, e-RUPI ব্যবহার করা যাবে।

কীভাবে কাজ করবে e-RUPI ?

এটা এক ধরনের কিউআর কোড বা এসএমএস স্ট্রিং-বেসড ইলেকট্রনিক ভাউচার। যা উপভোক্তার মোবাইলে পাঠানো হবে।

উপভোক্তার পরিচয় এবং মোবাইল নম্বর ভেরিফাই করে প্রিপইড ভাউচারের মতোই কাজ করবে e-RUPI।

কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে, তাঁর কাছে e-RUPI ভাউচার পৌঁছে যাবে। এই e-RUPI ভাউচার কোনও ব্যক্তির কাছে QR কোড কিংবা এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।

এই e-RUPI ভাউচার ব্যবহার করার জন্য কোনও পেমেন্ট অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ড ছাড়াই রিডিম করা যাবে।

যেই ব্যক্তির নামে e-RUPI ভাউচার পাঠানো হয়েছে, শুধু মাত্র সেই ব্যক্তিই একবার এই ভাউচার ব্যবহার করতে পারবেন।

বলে দি যে যে কোনও একটি মোবাইল নম্বর থাকলেই e-RUPI ভাউচার ব্যবহার করা যেতে পারে এবং সরাসরি সরকারের আর্থিক সাহায্যের সুবিধা পাওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo