Pan Card এর সঙ্গে Aadhar লিঙ্ক করেছেন? জেনে নিন বাড়িতে বসেই কীভাবে করবেন

Pan Card এর সঙ্গে Aadhar লিঙ্ক করেছেন? জেনে নিন বাড়িতে বসেই কীভাবে করবেন
HIGHLIGHTS

Aadhaar Card ও PAN card লিঙ্ক করার শেষ দিন 31 মার্চ 2021

আধার ও প্যান কার্ড লিঙ্ক না করালে অচল হয়ে যাবে প্যান কার্ড

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না হলে 10 হাজার টাকা জরিমানাও হতে পারে

Pan Card এর সঙ্গে Aadhar Crad লিঙ্ক করার শেষ দিন হল 31 মার্চ 2021। এর আগে কেন্দ্র সরকারের তরফে এই তারিখ বহু বার পিছিয়ে দেওয়া দেওয়া হয়েছে। আর একবার ডেডলাইন শেষ হলে যেই সব Aadhaar Card-এর সঙ্গে PAN Card লিঙ্ক করা নেই, সেগুলি অব্যবহারযোগ্য হয়ে যাবে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না হলে, কোনও আর্থিক ট্রান্জাকশনও করতে পারবেন না। এর পাশাপাশি হতে পারে 1000 টাকার জরিমানা।

PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক যদি ডেডলাইনের মধ্যেই না করানো হয়, তবে ভারতের ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী সেকশন 272B ধারায় আপনাকে 10 হাজার টাকার জরিমানা করা হতে পারে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, শেয়ার কেনা বা বেচা, মিউচুয়াল ফান্ড কেনা এবং 50 হাজার টাকার বেশি ক্য়াশ ট্রান্জাকশন করাতে আপনার PAN Card অত্যন্ত জরুরি। তাই এখনও যদি প্যান কার্ড-আধার লিঙ্ক না করেন, আর দেরি করবেন না। বুধবারেই সংযুক্তিকরণ সেরে ফেলুন।

PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করবেন কী ভাবে?

1- প্রথমে আপনাকে আয়কর দফতরের e-filing পোর্টাল অর্থাৎ www.incometaxindiaefiling.gov.in  ওয়েবসাইটে যেতে হবে।

2- পেজের বাঁ দিকে Quick Links বলে অপশন পাবেন। তার মধ্যেই Link Aadhaar বলে অপশন রয়েছে।

3- এবার Link Aadhaar সেকশনে ক্লিক করুন।

4- এখানে আপনাকে PAN নম্বর, Aadhaar নম্বর এবং নিজের নাম টাইপ করতে হবে।

5- এর ঠিক নীচেই CAPTCHA লেখা আসবে, সেটা নির্দিষ্ট স্থানে ভরতে হবে।

6- এবার Link Aadhaar অপশনে ক্লিক করুন এবং তার পরই আপনার PAN Aadhaar Linking এর কাজ সম্পন্ন হয়ে যাবে।

SMS করেও করা যাবে PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক, কী ভাবে জেনে নিন

31 মার্চ 2021 PAN এবং Aadhaar লিঙ্ক করার শেষ দিন। আপনি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফাইলিং ওয়েবসাইট থেকে PAN Card এবং Aadhaar Card লিঙ্ক করতে না পারেন, তাহলে তা করার জন্য রয়েছে উপায়। এতে দুটি নম্বর রয়েছে, আপনি যে কোনও একটিতে SMS পাঠাতে পারেন।

SMS-এ আপনাকে পাঠাতে হবে UIDPAN। অর্থাৎ SMS-এ এই 6 শব্দের আপনাকে আধার এবং প্যান নম্বর লিখে পাঠালেই Aadhaar Card-এর সঙ্গে PAN Card লিঙ্কড হয়ে যাবে।

কী ভাবে পাঠাবেন SMS

UIDPAN (12 ডিজিটের Aadhaar নম্বর) (10 ডিজিট PAN) টাইপ করে পাঠিয়ে দিতে হবে 567678 বা 56161 নম্বরে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo