Samsung 5G চিপের মাস প্রোডাকশান শুরু করেছে

HIGHLIGHTS

স্যামসাং নিজেদের 5G চিপসেটের মাস প্রোডাকশান শুরু করেছে, আর আপনাদের বলে রাখি যে পরবর্তী জেনারেশানের মোডেম আর RF রিসিভারও প্রোডাকশান শুরু হয়েছে

Samsung 5G চিপের মাস প্রোডাকশান শুরু করেছে

Samsung তাদের 5G মোডেম আর রেডিও চিপসেট বড় আকারে উৎপাদন করা শুরু করেছে আর এই পদক্ষেপ ওঠানোর কারন এই যে, এখন কোম্পানি তাদের মোবাইল মেকিংয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে স্যামসাং বিশ্বের একমাত্র মোবাইল তৈরির কোম্পানিই নয় তারা তাদের অনেক প্রতিদ্বন্দ্বীদেরও অনেক সময়ে পার্ট ডেলিভারি করে, আর এই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অ্যাপেলের নামও আছে। এও বলা যায় যে স্যামসাং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের জন্যও নির্মাণকারী। আর এই সব প্রতিদ্বন্দ্বীরা কোথাউ না কোথাউ অ্যাপেলের উপর নির্ভরশীল।

স্যামসাং সেমিকন্ডাকডার ব্যাবসার মানে এই যে দাম কমা আর মেমারি চিপ আর ডিসপ্লে প্যানীর চাহিদা কম হওয়ার কারনে গত মাসে লাভের অ্যালার্ট জারি করার জন্য বাধ্য করা হয়েছিল।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo