Alcatel আবারও তাদের A3 10 ট্যাবলেট লঞ্চ করবে

HIGHLIGHTS

নতুন কিছু স্পেসিফিকেশানের সঙ্গে আরও একবার অ্যাল্কাটেল তাদের Alcatel A3 10ট্যাবলেটটি লঞ্চ করতে চলেছে, এর সম্ভাব্য দাম হল

Alcatel আবারও তাদের A3 10 ট্যাবলেট লঞ্চ করবে

নতুন কিছু স্পেসিফিকেশানের সঙ্গে আরও একবার অ্যাল্কাটেল তাদের Alcatel A3 10 ট্যাবলেটটি লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের দাম হবে 9,999টাকা। আর এটি ভারতে পাওয়া যাবে। আর এর স্পেক্স যদি একবার দেখা যায় তবে দেখা যাবে যে এতে 10ইঞ্চির আক্তি HD IPS ডিসপ্লে 1280x800p রেজিলিউশানের হবে। আর এছাড়া এতে একটি স্লিম 3Dটেক্সচার রেয়ার কভারে থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Alcatel A3 10য়ের রিউমার্ড ফিচার্স

আমরা যদি এই ট্যাবলেটটির কিছু স্পেসিফিকেশান দেখি তবে দেখা যাবে যে এতে আমরা একটি কোয়াড কোর প্রসেসার পাব। আর এর সঙ্গে এতে একটি 3GBর‍্যাম পাওয়া যাবে জার স্টোরেজ 16GB আর তা মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GBপর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর আমরা যদি সম্পূর্ণ ডিভাইসটির বিষয়ে কথা বলি তবে এতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট থাকবে আর এর সঙ্গে এটি মাল্টিটাস্কিং আর স্প্লিট স্ক্রিন যুক্ত হবে।

স্মার্ট যুগের ‘স্মার্টব্যাগ’ ডিস্কাউন্টের সঙ্গে Paytmমলে কেনা যাচ্ছে

আর এতে একটি 2মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আর 5মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে। আর এর ব্যাটারি 4,600mAhয়ের হবে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

এছাড়া এই ট্যাবলেটটির আরও কিছু রিউমার্ড ফিচার্স

আমরা যদি এই ডিভাইসটির বিষয়ে কয়েকদিন আগের কিছু কথা দেখি তবে দেখা যাবে যে কোম্পানি বাজারে তিনটি ট্যাবলেট লঞ্চ করবে। তবে এখনও এদের লঞ্চ করা হয়নি আর এদের বিষয়ে অনেক খবর সামনে এসেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo