NASA’র Hubble Space Telescope ব্রহ্মান্ডের ইনফারেড গ্যালাক্সির ছবি তুলেছে

HIGHLIGHTS

এই গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে 10 হাজার গুন বেশি চকমকে

NASA’র Hubble Space Telescope ব্রহ্মান্ডের ইনফারেড গ্যালাক্সির ছবি তুলেছে

কসমিক ম্যাগনিফায়ার গ্লাসের মাধ্যমে NASA’র Hubble Space Telescope ব্রহ্মান্ডের সবচেয়ে ব্রাইট ইনফারেড গ্যালাক্সির ছবি তুলেছে। এই গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে 10 হাজার গুন বেশি চকমকে।
 
এই ছবিটি দিয়ে এই গ্যালাক্সিটিকে একটি ওয়েবের মতন পরিষ্কার দেখায়। এছাড়া NASA’র ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ ব্রহ্মান্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে এর একপা এগিয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ NASA’র এনভায়রমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষাটি নাসার Goddard Space Flight Center এ করা হয়েছিল।
 
NASA বলেছে যে এবার এই টেলিস্কোপটি জনসন স্পেস সেন্টারে পাঠানো হবে। এটির অপটিকাল টেস্ট করা হবে। এই পরীক্ষাটি খুব কম টেম্পারেচারে করা হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অপটিকাল টেস্টের পরে এই টেলিস্কোপটিকে Northrop Grumman Aerospace Systems এ পাঠানো হবে। Northrop Grumman Aerospace এই টেলিস্কোপটির ফাইনাল এসেম্বলিং করা হবে। 

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo