Koffee with Karan-এ এসে Katrina জানালেন তাঁকে ভাল রাখতে Vicky কী করেছিলেন, জানুন

HIGHLIGHTS

কফি উইথ করণ শোতে সদ্যই এসেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

অভিনেত্রীর সঙ্গে ছিলেন ঈশন খট্টর, এবং সিদ্ধান্ত চতুর্বেদী

এই শোতে এসে অভিনেত্রী জানান তাঁকে ভালো রাখতে ভিকি এক টানা 45 মিনিট কী করেছিলেন

Koffee with Karan-এ এসে Katrina জানালেন তাঁকে ভাল রাখতে Vicky কী করেছিলেন, জানুন

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), ঈশন খট্টর (Ishaan Khattar) সদ্যই এসেছিলেন কফি উইথ করণ শোতে (Koffee with Karan 7)। চলতি সপ্তাহের শুরু থেকেই এই এপিসোডের প্রোমো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়। আর এপিসোডটির সম্প্রচার হয় বৃহস্পতিবার। এই চ্যাট শোয়ে এসে সমস্ত বিষয়ে অভিনেতা, অভিনেত্রীরা একাধিক বিষয়ে আলোচনা করেন, সেখানে থাকে তাঁদের ব্যক্তিগত জীবন থেকে কাজ সমস্ত কিছুই। ক্যাটরিনাও বাদ গেলেন না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ক্যাটরিনা এই শোতে এসে জানান তাঁর এবং ভিকির সম্পর্ক নিয়ে, একই সঙ্গে বলেন ভূত দেখার অভিজ্ঞতা, সহ একাধিক অজানা গল্প। কিন্তু সব কিছুর মধ্যে তাঁর এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) সম্পর্ক বরাবর মতোই সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকল। সঞ্চালক করণ জোহর (Karan Johar) এই বিষয়ে জিজ্ঞেস করতে মোটেই ভোলেননি।

এই এপিসোডে ক্যাটরিনা এবং ভিকি কৌশলের বিষয়ে একাধিক প্রশ্ন করেন করণ জোহর। আর তাতেই ক্যাটরিনা জানান যে তাঁর জন্মদিনের সময় তিনি সব করোনা থেকে সেরে উঠছেন। তখনও বেশ অসুস্থ। তাঁর মন ভাল ছিল না। আর সেটা ভিকি বুঝতে পারেন। তখন তিনি ক্যাটরিনাকে ভাল রাখতে তাঁর সিনেমার বিভিন্ন গানের সঙ্গে টানা 45 মিনিট মিনিট নাচ করেন। স্ত্রীকে হাসাতে, খুশি করতে তিনি এই কাজ করেছিলেন বলেই জানান অভিনেত্রী।

Katrina Kaif

ক্যাটরিনা আরও একটি বিষয় জানাতে ভোলেন না। তিনি জানান, ভিকি কৌশলের সব থেকে ভাল গুণ হল তাঁর আত্মবিশ্বাস। তবে ক্যাটরিনা এবং ভিকি দুজনে দুরকম পরিবেশে বড় হয়েছেন, দুরকম কালচার থেকে এসেছেন, সেই বিষয়ে সঞ্চালক প্রশ্ন করলে ক্যাট স্পষ্ট করেই জানান, তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল ভিকি কেমন আচরণ করেন তাঁর বাবা মায়ের সঙ্গে। প্রথম দিকে তো সবাই ভাল ব্যবহার করে, সমীয় করে চলে। কিন্তু পরেও ভিকি যেভাবে সব দিকটা সামলে চলছেন সেটা সত্যি প্রসংশনীয় এবং সেটা সম্ভব কেবল ভিকি কৌশলের আত্মবিশ্বাসের কারণেই। তবে অভিনেত্রী এই শোতে এটাও জানান যে প্রথম দিকে তিনি ভিকির বিষয় তেমন কিছুই জানতেন না শুধু তাঁর নামটা ছাড়া।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo