বাড়ি থেকে কাজ করছেন তবে ইন্টারনেটের স্পিড কম? জেনে নিন কী করবেন

বাড়ি থেকে কাজ করছেন তবে ইন্টারনেটের স্পিড কম? জেনে নিন কী করবেন
HIGHLIGHTS

Internet Speed বাড়াতে কিছু সময়ের জন্য় কাজের মধ্য়ে এক-দুবার রাউটার কে বন্ধ রেখে দিন

অনেক সময় একটা রাউটারে অনেকগুলি স্ট্রিমিং চলতে থাকলে সমস্য়া হয়

সব থেকে আগে জেনে নিন যে আপনার ব্রডব্য়ান্ড স্পিড কত

দেশজুড়ে চলছে লকডাউন, তাই সকলে এখন গৃহবন্দি। তাই লকডাউনের মধ্য়ে মানুসেরা নিজেদের সময় কাটাচ্ছে ফোনে বা ল্য়াপটপে। এছাড়া ক্রমশই বাড়ছে ইন্টারনেটের ও ব্য়বহার। কিন্ত অন্য় দিকে বাড়ছে নেটওয়ার্কের সমস্য়াও। সর্ভিস প্রোবাইডরগুলি হেল্পলাইন নম্বরও কাজ করছে না অনেক জায়গায়। প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। এই পরিস্থিতিতে কী করবেন? আমরা নিয়ে এসছি সহজ সমাধান…

Internet Speed বাড়াতে কি করনীয়, জেনে নিন..

১- সব থেকে আগে জেনে নিন যে আপনার ব্রডব্য়ান্ড স্পিড কত।

২- কিছু সময়ের জন্য় কাজের মধ্য়ে এক-দুবার রাউটার কে বন্ধ রেখে দিন। 

৩- প্রথমে আপনার বাড়ির ওয়াইফাই রাউটারটি রিবুট করে নিন। এর ফলে আপনার ইন্টারনেট স্পিডের সমস্যার আগের মতন হয়ে জাবে। এই সমস্যা মিটে যাবে অনেকটাই।

৪- অনেক সময় একটা রাউটারে অনেকগুলি স্ট্রিমিং চলতে থাকলে সমস্য়া হয়।

৫- অফিসের কাজের সময় পরিবারের সদস্য়দের গেম বা মুভি দেখা বন্ধ রাখতে বলুন। এতে আপনার ইন্টারনেটের স্পিড তা বেশি থাকবে এবং আপনার কাজ তারাতারি হবে।

এই কথাগুলি মাথায় রাখলেই আপনার সমস্যা একেবারে মিটে যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo