কম দামে ভালো মাইক্রোওভেন Amazon sale-এ কেনার দারুন সুযোগ

HIGHLIGHTS

Amazon India থেকে বাছাই করা কিছু সেরা মাইক্রোওয়েভ ওভেন (Amazon Deals on Microwave Ovens)

7000 টাকা থেকে শুরু Amazon থেকে মাইক্রোওয়েভ ওভেন কেনার আজ দারুন সুযোগ

IFB, Samsung, Haier এর Microwave Oven সস্তা দামে Amazon India-তে

কম দামে ভালো মাইক্রোওভেন Amazon sale-এ কেনার দারুন সুযোগ

Amazon Great Indian Festival Sale এবার শেষের দিকে। সেল চলাকালীন প্রচুর প্রডাক্টে ছাড় ও দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। এই সেল চলবে কাল অর্থাৎ ১৩ নভেন্বর পর্যন্ত। সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, গ্যাজেটসের পাশাপাশি হোম এপ্লায়েন্সের উপরও ছাড় পাওয়া যাচ্ছে। আজ আমরা খবরে Microwave-এ পাওয়া সেরা ডিল এবং অফার সম্পর্কে বলব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কম সময় খাবার গরম করার সবচেয়ে সহজ উপার হল মাইক্রোওয়েভ ওভেন (Microwave Oven)। রান্না করা বা খাবার গরম করার কথা মাথায় আসলে সবার প্রথম মাইক্রোওয়েভ ওভেনের (Microwave Oven) কথা মনে পরে। মাইক্রোওয়েভ আসার পর থেকে মানুষের কষ্ট যেমন কমে গেছে, তেমনি সময়ের অপচয় রোধ হয়েছে বহুগুণ। ওভেন হাতের কাছে থাকাতে সবচেয়ে বড় সুবিধা হল যখন ইচ্ছা তখন যেকোন সময়ে পছন্দের লোভনীয় খাবার বানানো যায়।

অনেকেই কম দামে মাইক্রোওয়েভ ওভেন খুঁজে থাকেন। আপনাদের কথা মাথায় রেখেই আজ আমরা নিয়ে এসছি Amazon India থেকে বাছাই করা কিছু সেরা মাইক্রোওয়েভ ওভেন (Amazon Deals on Microwave Ovens)।  তবে আসুন আর দেরি না করে জেনে নি এই সেরা অফারগুলি সম্পর্কে…. 

HAIER 20 L CONVECTION MICROWAVE OVEN (HIL2001CWPH, WHITE)

DEAL PRICE: RS 7,200

Haier-এর 20 লিটারের মাইক্রোওয়েভ ওভেন 7,200 টাকায় পাওয়া যাচ্ছে এবং আপনি যদি এটি SBI কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এইটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রথম অর্ডার হয় তবে আপনি ফ্রি ডেলিভারির সুবিধা পেতে পারেন। এখান থেকে কিনুন

AMAZONBASICS 30 L CONVECTION MICROWAVE (BLACK)

DEAL PRICE: RS 8,999

8,999 টাকায় বিক্রি করা হচ্ছে এই এই মাইক্রোওয়েভ ওভেন। এই মাইক্রোওয়েভ ওভেনের ক্ষমতা 30 লিটার। আপনি যদি এটি SBI কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এটি যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রথম অর্ডার হয় তবে আপনি ফ্রি ডেলিভারির সুবিধা পেতে পারেন। এছাড়া আপনি No-cost EMI-তে এই ওভেনটি কিনতে পারেন। এখান থেকে কিনুন

GODREJ 23 L CONVECTION MICROWAVE OVEN (GME 523 CF1 RM PLAIN ELEC, BLACK)

DEAL PRICE: RS 9,290

Godrej-এর কনভেশন মাইক্রোওয়েভ ওভেন মাত্র 9,290 টাকায় সেলে বিক্রি করা হচ্ছে। SBI কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এর পাশাপাশি সিলেক্ট কার্ডগুলিতে No-cost EMI অপশন পাওয়া যাবে। এই ওভেনটি 23 লিটারের ধারণক্ষমতা সহ আসে এবং আপনি এটি কালো রঙে কিনতে পারেন। এখান থেকে কিনুন

IFB 20 L CONVECTION MICROWAVE OVEN (20SC2, METALLIC SILVER, WITH STARTER KIT)

DEAL PRICE: RS 10,980

IFB-র 20L কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন 10,980 টাকায় কেনা যাবে। SBI কার্ড থেকে কেনাকাটা করলে আপনি পাবেন 10% ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এর পাশাপাশি সিলেক্ট কার্ডগুলিতে No-cost EMI অপশন পাওয়া যাবে। এইটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে প্রথম অর্ডার হয় তবে আপনি ফ্রি ডেলিভারির সুবিধা পেতে পারেন। এখান থেকে কিনুন

SAMSUNG 28 L CONVECTION MICROWAVE OVEN (CE1041DSB2/TL, BLACK, SLIMFRY)

Samsung এর এই Microwave Oven 6,100 টাকার ছাড়ে Amazon India থেকে আজ কেনা যাবে। এই মাইক্রোওয়েভ ওভেনটির আসল দাম হল 16,550 টাকা তবে ছাড়ের পর এটি 10,450 টাকায় কেনা যাবে। পাশাপাশি আপনি এই মাইক্রোওয়েভ ওভেনটি EMI অপশনেও কিনতে পারেন, যার জন্য় আপনাকে প্রতি মাসে মাত্র 492 টাকা দিতে হবে। ফিচার সম্পর্কে যদি বলি তবে এটিতে টাচ কিপ্যাড, চাইল্ড লক, স্লিম ফ্রাই টেকনোলজি দেওয়া হয়েছে। কিনতে হলে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo