ফের পিছিয়ে গেল ফাইটারের মুক্তির দিন, কবে প্রেক্ষাগৃহে আসছে ছবি জানেন?

HIGHLIGHTS

বলিউড ঘোষণা করেছিল ফাইটার ছবির বিষয়ে

অভিনয়ে দেখা যাবে হৃত্বিক এবং দীপিকাকে

কিন্তু ছবির কাজ নাকি ঘোষণার পর এতটুকু এগোয়নি

ফের পিছিয়ে গেল ফাইটারের মুক্তির দিন, কবে প্রেক্ষাগৃহে আসছে ছবি জানেন?

2023 নয়, Hrithik Roshan এর ফাইটার মুক্তি পাবে 2024এ, এমনটাই জানা গেল। আগে বলা হয়েছিল যে এই ছবিটি 28 সেপ্টেম্বর 2023 মুক্তি পাবে, কিন্তু এখন জানানো হল যে এটি 25 জানুয়ারি 2024 এ মুক্তি পাবে। অভিনয়ে দেখা যাবে হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনকে। এটাই নাকি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে। এমনটাই জানানো হয়েছে ছবির নির্মাতাদের তরফে। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কয়েক মাসে আগেই বলিউডের তরফে জানানো হয় যে তারা ফাইটার নামক একটি ছবি তৈরি করছে। কিন্তু সেই ঘোষণার পর ছবির কাজ নাকি তেমন এগোয়নি। কিন্তু কেন কাজ এগোয়নি? এই বিষয়ে জানা যাচ্ছে অভিনেতা থেকে পরিচালক কেউই একত্রিত হয়ে কাজ শুরু করতে পারেননি। হৃত্বিক, দীপিকা সহ পরিচালক সিদ্ধার্থ আনন্দ অন্য কাজে ব্যস্ত ছিলেন এতদিন। 

Fighter

এই ছবিতে হৃত্বিক, দীপিকার সঙ্গে দেখা যাবে Anil Kapoor কেও। ঘোষণা হওয়ার পর এতদিন অপেক্ষা করতে হবে বলে মন খারাপ দর্শক থেকে ভক্তদের। কিন্তু মন খারাপ হওয়ার কিছু নেই, আগামী বছর মুক্তি পাচ্ছে পাঠান, সেখানে দেখা যাবে Shah Rukh Khan, সহ John Abraham এবং দীপিকাকে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo