অনলাইন PF ক্লেম করার জন্য UAN আর আধার লিঙ্কিং করা দরকার, কি করে লিঙ্ক করবেন

অনলাইন PF ক্লেম করার জন্য UAN আর আধার লিঙ্কিং করা দরকার, কি করে লিঙ্ক করবেন
HIGHLIGHTS

অনলাইন PF উইথড্রয়ের জন্য আধারা আর UAN লিঙ্ক দরকার

Aadhaar Card এর সাথে PF account লিঙ্কিংয়ের তিনটি উপায় বলা হয়েছে

UAN দেওয়া আর সেখানে দরকারি KYC মানে নিজের সম্বন্ধে তাদের সব তথ্য দিতে হয়

আমরা জানি যে PF বা EPF আমাদের দরকারি একটি জিনিস যা আদতে আমাদের সবার সল্প সঞ্চয়ের প্রক্লপ। আর সম্প্রতি EPFO সরকারের UAMNG মোবাইল অ্যাপের ব্যাবহার করে UAN মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার আর আধার লিঙ্কংয়ের সুবিধা আছে।

যদি এখনও আপনারা নিজদের আধার আর UAN লিঙ্ক করে না থাকেন তবে আপনারা অনলাইন ক্লেম করতে চাইলে তা করতে হবে। আর UAN সব কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আর EPF অ্যাকাউন্ট সাহায্য করে। আর PF য়ের টাকা নেওয়ার জন্য এটি করা হয়েছে।

আপনাদের বলে রাখি যে UAN দেওয়া আর সেখানে দরকারি KYC মানে নিজের সম্বন্ধে তাদের সব তথ্য দিতে হয়। আর এই সময়ে আধার সক্রিয় করতে হয়। আর একাব্র এটি হয়ে গেলে এটি সব সময়ে থাকবে।

আর আমরা এবার দেখা যাচ্ছে যে আধারের সঙ্গে সব ডকুমেন্ট লিঙ্ক করাই দরকারি হয়ে গেছে। আর আধার আর অ্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। আর এরকমটাই UAN য়ের সঙ্গেও হয়েছে। আপনার PF য়ের টাকা যদি অনলাইনে নিতে চান তবে আপনাদের আধার আর UAN নাম্বার লিঙ্ক করতে হবে। আর আজকে আমরা এখানে আপনাদের জানাব যে কি করে আপনারা আধার আর UAN লিঙ্ক করতে পারবেন।

আর আজকে এই লিঙ্কিং প্রসেসের তিনটি উপায় আমরা আপনাদের জানাব।

UAMNG অ্যাপ ব্যাবহার করুন

  • EPFO তাদের UAMNG অ্যাপ EPFO লিঙ্ক করার জন্য এনেছে। আর UAN আধার লিঙ্ক শুরু হয়েছে। আর এই পরিষেবা বাজারে অনেক দিন ধরেই আছে এর মাধ্যমে আপনারা আধারের সঙ্গে UAN লিঙ্ক করতে পারবেন।
  • এই অ্যাপে আপনাদের সবার আগে UAN নাম্বার ইনপুট করতে হবে
  • UAN রেজিস্ট্রেশান মোবাইল নাম্বারে একটি OTP আসবে
  • আর OTP দেওয়ার পরে আধার ইনপুট করতে হবে
  • আর আধার রেজিস্ট্রেশানের সময়ে মোবাইল নাম্বার ইমেলে একটি OTP পাঠানো হবে

EPFO র E-KYC পোর্টালে যান

  • এর জন্য সবার আগে https: //iwu.epfindia.gov.in/eKYC/তে যান
  • এখানে EPFO আর মেম্বারে আপনাদের লিঙ্ক UAN আধারে ক্লিক করতে হবে
  • নিজের UAN দিন
  • UAN রেজিস্ট্রাড মোবাইল নাম্বারের সঙ্গে OTP আসবে
  • আর OTP ভেরিফিকেশানের পরে আধার ডিটেল ইনপুট করুন
  • আধার বায়োমেট্রিক বাছুন
  • বায়োমেট্রেইক রেজিস্ট্রেশানের বায়োমেট্রিক ডিভাইস ব্যাবহার করে করতে হবে
  • এর পরে আধার UAN য়ের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আর UAN আর  আধার বিবরণ মিলে যাবে

EPFO র E-KYC পোর্টালে OTP ভেরিফিকেশান

  • এর জন্য প্রথমে https://iwu.epfindia.gov.in/eKYC/ তে যান
  • আর এখানে UPFO মেম্বার আপনার লিঙ্ক UAN আধারে ক্লিক করুন
  • আর নিজের UAN ইনপুট দিন
  • UAN রেজিস্ট্রেশান মোবাইল নাম্বারে OTP আসবে
  • OTP ভেরিফিকেশানের পরে আধার ডিটেল ইনপুট করুন
  • এর পরে আধার ভেরিফিকেশান মেথডে ক্লিক করুন আর এতে আপনার মোবাইল নাম্বার নির্ভর OTP তে ক্লিক করুন
  • আর এর পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ইমেলে একটি OTP আসবে
  • আর এখানে আধার UAN লিঙ্ক করুন আর এখাএন UAN আর আধার ডিটেল দেখে নিন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo