Google Photos থেকে ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনবেন

Google Photos থেকে ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনবেন
HIGHLIGHTS

Android Phone-এ গুগল ফোটোজ অ্য়াপ প্রি-ডাউনলোড করা থাকে

Google Photos অ্য়াপটি আপনার ফোনের ফোটো ও ভিডিও -র ব্য়কাআপ রাখে

গুগল ফটোস ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে আপনার ফোন নিজে থেকেই ফোটো ব্য়াকআপ করে রাখবে

বর্তমানে একটি স্মার্টফোনে নানারকমের ফিচার ও মোবাইল অ্য়াপ দেওযা থাকে এবং সবকিছু ব্য়বহার করে করে আপনি বুঝতই পারেন না যে কখন আপনার ফোনের মেমরি ফুল হয়ে গিয়েছে। একটি ফোনে আপনি ফোটো, ভিডিও, গেম খেলাস ডকুমেন্ট সহ অনেক কিছু জিনিস থাকে। 

তার মধ্য়ে আমরা অনেকে ফোনে অনেক জরুরি ফোটো বা ডকুমেন্ট সেভ করে রাখি। কিন্তু অজান্তে আমরা অনেক সময় গুরুত্বপূর্ন ফাইল ডিলিট করে দি। কিন্তু তখন আর কিছু ভাবা যায়ে না। কয়েক বছর আগে অবদি ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ফেরোদ আনা মুসকিল ছিল। কিন্তু এখন তা কিছু টুলস ও কৌশলের সাহায্য়ে সহজ হয়ে গেছে।

আমরা আজ ডিলিড হওয়া ফোটো কীভাবে রিকভার করবেন তা বলে দিচ্ছি। তাহলে আসুন বিস্তারিত ভাবে জেনে নি…

Google Photos

সবচে আগে বলে দি যে প্রায় সব অ্য়ান্ড্রয়েড ফোনে গুগল ফোটোজ অ্য়াপ থাকে। এই অ্য়াপটি আপনার ফোনের ফোটো ও ভিডিও -র ব্য়কাআপ রাখে। কিন্তু এটার জন্য় আপনাকে ব্য়াকআপ ফিচার অন করে রাখতে হবে তবে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে আপনার ফোন নিজে থেকেই ফোটো ব্য়াকআপ করে রাখবে। যদি আপনার ফোন থেকে কোনও ফোটো ডিলিট হয়ে যায় তবে সেটি গুগল ফোটোজে পাওয়া যাবে। এই অ্য়াপটি ফোন এবং কম্পিউটার দুটোতেই ব্য়বহার করা যায়।

কীভাবে Google Photos থেকে ফোটো বা ভিডিও রিকভার করবেন….

১- প্রথমে আপনার Android Phone-এ গুগল ফোটোজ অ্য়াপটি খুলুন।

২- যেই ফোটো কে আপনি রিস্টোর করতে চান, সেটা কিছুখন টিপে রাখুন।

৩- ফোটো নির্বাচন করার পর, রিস্টোর অপশনে ক্লিক করুন।

৪- এবার আপনার ফোটো ফোনের গ‍্যালারিতে ফিরে আসবে।

মনে রাখবেন যে ডিলিট করা ফোটো মাত্র এক মাসের মধ্য়ে রিকভার করা যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo