Aadhaar ফ্র্যাঞ্চাইজি খুলে আজই শুরু করুন দারুণ ব্যাবসা, জানুন কীভাবে

Aadhaar ফ্র্যাঞ্চাইজি খুলে আজই শুরু করুন দারুণ ব্যাবসা, জানুন কীভাবে
HIGHLIGHTS

এখন প্রায় সমস্ত কাজেই দরকার লাগে আধার কার্ড

আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি খুললে লাভ হতে পারে বেশ খানিকটা টাকা

এই ব্যাবসা হতে পারেন যে কোনো ব্যাক্তির লাভজনক বিকল্প ব্যাবসাও

আধার কার্ড (Aadhaar Card) আজকাল নাগরিকদের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে একটি। তবে কি আপনি জানেন যে এই আধার কার্ডই আপনার ব্যবসার বিষয়ও হতে পারে। করোনার ফলে বহু মানুষের ব্যবসায় ক্ষতি হয়েছে, কাজ হারিয়েছে অনেকেই। এই মুহূর্তে কোনো অলটারনেটিভ বিজনেস শুরু করার কথা ভাবলে, খুলে ফেলতে পারেন আধার কার্ড ফ্র্যাঞ্চাইজির ব্যবসা। যার থেকে কম খরচে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা টাকা। কীভাবে খুলবেন, জেনে নিন-

আজকাল গ্যাস বুকিং থেকে স্কুল-কলেজে ভরতি , সব জায়গাতেই দরকার পড়ে আধার কার্ড। অনেক মানুষই আধার কার্ডের নাম- ঠিকানা, মোবাইল নাম্বার বদলের জন্য আধার কেন্দ্রের খোঁজ করতে থাকেন। আধার ফ্র্যাঞ্চাইজি হলে এই ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন।

কাজ সহজ মনে হলেও, ব্যবসা শুরু করা কিন্তু খুব একটা সহজ নয়। আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি হতে গেলে, আপনাকে সবার আগে বসতে হবে UIDAI- র পরীক্ষায়। এতে পাশ করলেই পাওয়া যাবে আধার সেন্টার খোলার লাইসেন্স।

খরচ হবে কেমন টাকা-

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আলাদা পেমেন্ট না করতে হলেও, UIDAI- র যে পরীক্ষা রয়েছে তাতে বসতে গেলে পেমেন্ট করতে হবে। তবে সেই টাকা খুব একটা বেশি নয়। অন্যান্য সরকারি পরীক্ষার যেমন ফি হয়, তেমনই।

পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ কীভাবে করতে হবে-

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি পেতে UIDAI- র যে পরীক্ষায় বসার জন্য যে ফর্ম ফিলাপ করতে হবে, সেইজন্য-

  • প্রথমে NSEIT – অফিসিয়াল সাইট সার্চ করতে হবে।
  • এরপর “Creat New User” অপশনে ক্লিক করে শেয়ার কোড এন্ট্রি করতে হবে।
  • শেয়ার কোড পেতে গেলে https:// resident.uidai. gov.in / offline kyc সাইটে গিয়ে অফলাইনে আধার কার্ডের কপি ডাউনলোড করতে হবে।
  • সেখান থেকেই শেয়ার কোড ডাউনলোড হয়ে যাবে।
  • এরপর পুরো ফর্ম ফিলাপ করতে হবে।
  • সাবমিট করার পরে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায়।
  • এবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে আধার টেস্টিং এবং সার্টিফিকেশন পোর্টালে লগ ইন করতে হবে।
  • সেখান থেকে নতুন ফর্ম ওপেন হবে।
  • সেই ফর্ম ফিলাপ করে নিজের ছবি এবং ডিজিটাল সাইন আপলোড করে সাবমিট করতে হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo