পেটিএমে দারুন অফার এল এই সব ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট

HIGHLIGHTS

আজকে এখানে ফোন আর ল্যাপটপ সবই কিনতে পারবেন

পপ আপ সেলফি ক্যামেরার ফোনও আছে

পেটিএমে দারুন অফার এল এই সব ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট

আপনারা যদি একটি ভাল আর নতুন কোন ফোন বা ল্যাপটপ কিনতে চান তবে আজকে পেটি এম আপনাদের জন্য দারুন অফার নিয়ে এসছে। আজকে আপনারা এখানে ফোন আর ল্যাপটপ সবই দারুন অফারে কিনতে পারবেন। আর এখানে যে ফোন গুলি আছে তা আপনারা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে কিনতে পারবেন। আসুন তবে আজকের এই অফার গুলি দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V15 

এই ভিভোর ফোনটি আপনারা আজকে পেটিএম থেকে মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 26,990 টাকা বলা হয়েছে। এটি আপনারা অ্যাকোয়া ব্লু কালারে কিনতে পারবেন। এর র‍্যাম 6GB আর স্টোরেজ 64GB। ফোনটিতে একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Redmi Note 7

এই ওয়াটার ড্রপ নচ যুক্ত রেডমি ফোনটি আজকে আপনারা এখানে মাত্র 13,105 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম এখাবে 14,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

OPPO F11 Pro

আপনারা আজকে এই ওপ্পোফোনটি এখানে মাত্র 20,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 28,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি 6GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আরোরা গ্রিন কালারে কেনা যাবে। আর এই ফোনে একটি পপ আপ সেলফি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

ASUS Vivobook X505

আপনারা এইও আসুসের ল্যাপটপটি আজকে এখানে মাত্র 31,242 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 39,990 টাকা বলা হয়েছে। আর এটি একটি 4Gb আর 1TB র 15.6 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।

Lenovo Ideapad 330

আজকে এই লেনোভোর আইডিয়াপ্যাডটি আপনারা এখানে মাত্র 39,990 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম এখানে 54,890 টাকা বলা হয়েছে। আর এটি 15.6 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে আর সেই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo