লকডাউনে Google ফিরিয়ে আনল জনপ্রিয় গুগল ডুডল গেম, ঘরে থাকুন আর খেলুন

লকডাউনে Google ফিরিয়ে আনল জনপ্রিয় গুগল ডুডল গেম, ঘরে থাকুন আর খেলুন
HIGHLIGHTS

গুগল ডুডল গেমটির সঙ্গে রাখা রয়েছে ট্যাগলাইন ‘স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম'

কিড কোডিং-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গেম প্রকাশ্যে আনে Google

গুগল ফিরিয়ে আনল তাদের ২০১৭ সালের গেম 'কোডিং ফর ক্য়ারটস'

করোনা সংক্রমনে নাজেহার গোটা বিশ্ব। করোনা ভাইরাস থেকে বাঁচাতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সকলকে ঘরবন্দি থাকতে উৎসাহ দিতে Google ফিরিয়ে আনল তার জনপ্রিয় পুরনো Doodle গেম।

সোমবার গুগল ফিরিয়ে আনল তাদের ২০১৭ সালের গেম 'কোডিং ফর ক্য়ারটস'। তিন বছর আগে ছোটদের কোডিং ল্যাঙ্গুয়েজ ‘লোগো'-র ৫০ বছর পূর্তি উপলক্ষে ওই ডুডল বানানো হয়েছিল। গুগল ডুডল গেমটির সঙ্গে রাখা রয়েছে ট্যাগলাইন ‘স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম'। অর্যাৎ বাড়ি থেকে খেলাধুলো করুন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকলকে বাড়িতে থাকার আর্জি জানানো হয়েছে এই ট্যাগলাইনের মাধ্যমে।

কিড কোডিং-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গেম প্রকাশ্যে আনে Google। তাই ঘরবন্দি অবস্থাতে যাঁরা বাড়িতে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছেন তাঁরা অনায়াসে Doodle-এর এই গেমে কিছুটা সময় কাটিয়ে দেখতে পারেন।

আজকের Google-এর এই Doodle গেম ঘরবন্দি মানুষদের এক অন্য স্বাদ দেবে!

গুগল জানাচ্ছে, ‘‘কোভিড-১৯ সারা বিশ্বেই প্রভাব ফেলেছে। লোকেরা তাদের পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছে বাড়িতে। এটা মাথায় রেখেই আমরা পুরনো ডুডল সিরিজ নিয়ে আসছি আমাদের জনপ্রিয় গুগল ডুডল গেমগুলির মধ্যে দিয়ে।''

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo