এভাবে নিজের ট্রেন টিকিটের PNR স্ট্যাটাস চেক করতে পারবেন

HIGHLIGHTS

যাত্রীর নাম রেকর্ড (PNR) এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের টিকিট এখন RACতে আছে নাকি ওয়েটিং লিস্টে

এভাবে নিজের ট্রেন টিকিটের PNR স্ট্যাটাস চেক করতে পারবেন

অনেক সময় এরকম হয় যে আমরা ট্রেনের টিকিট বুক করার পরে আমাদের ট্রেন টিকিটের স্ট্যাটাস সম্বন্ধে জানতে চাই তখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ভারতীয় রেলের ওয়েবসাইটে গিয়ে বার ফোন করে আমরা আমাদের PNR নম্বরের মাধ্যমে আমাদের PNR স্ট্যাটাস জানতে পারি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR) এর মাধ্যমে আমরা আমাদের ট্রেন টিকিটের বর্তমান অবস্থান জানতে পারি। আমরা এর মাধ্যমে জানতে পারি যে আমাদের টিকিট কনফার্ম হয়েছে না RAC বা ওয়েটিং লিস্টে আটকে আছে। আপনি যদি আপনার PNR স্ট্যাটাস জানতে চান তবে http://www.indianrail.gov.in/enquiry/PNR/PnrEnquiry.jsp  সাইটে গিয়ে নিজের PNR স্ট্যাটাস চেক করতে পারেন।

এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার PNR নম্বর দিতে হবে। PNR নম্বর সাবমিট করার পরে আপনি জেনে যাবেন যে আপনার ট্রেন টিকিটের স্ট্যাটাস কী।

SMS এর মাধ্যমে PNR স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার 10 সংখ্যার PNR নম্বরটি 139য়ে পাঠিয়ে আপনি আপনার PNR স্ট্যাটস জানতে পারবেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo