আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা, কীভাবে জানবেন?

আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা, কীভাবে জানবেন?
HIGHLIGHTS

UIDAI দেশের নাগরিকদের নিজস্ব আধার কার্ড লক করার সুবিধাও দেয়

অনেক সময় ভুলে যায় যে তার আধার কার্ডটি কোন ফোন নম্বর এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করা

বাড়ি বসেই সহজে জানতে পারবেন যে আপনার আধার নম্বরটি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক করা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে  সরকারি যোজনা পেতে গেলেও লাগে আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ডের নম্বর ছাড়া হবে ইনকাম ট্যাক্সের কাজ-ও। এইসকল কাজের জন্যে আপনাকে আধার কার্ডের নম্বরটি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর এবং প্যান কার্ডের সাথে অবশ্যই লিঙ্ক করতে হবে। সুতরাং এইকথা বলাই যায় যে এই মুহূর্তে আধার কার্ড ছাড়া কোনোরকম প্রয়োজনীয় কাজই আপনি করতে পারবেন না।

অনেক মানুষেরই একের বেশি মোবাইল সিম (Mobile SIM) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় একাধিক। ফলে অনেকেই অনেক সময় ভুলে যায় যে তার আধার কার্ডটি কোন ফোন নম্বর এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করা। অনেকেই এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় অফিস বা ব্যাঙ্ক এ যায়। কিন্তু কয়েকটি সহজ পদ্ধতি ফলো করলে, আপনি বাড়ি বসেই সহজে জানতে পারবেন যে আপনার আধার নম্বরটি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক করা।

আধার নম্বর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক করা তা জানার পদ্ধতি-

  • প্রথমে আপনাকে www.uidai.gov.in এ ক্লিক করে UIDAI এর ওয়েবসাইটে  যেতে হবে
  • ওয়েবসাইটটিতে "Check Your Aadhaar and Bank Account" অপশনটিতে ক্লিক করতে হবে 
  • এরপর আপনার নিজের আধার নম্বর ও সিকিউরিটি কোড দিতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে
  • এই OTP, UIDAI এর ওয়েবসাইটে দিতে হবে
  • এরপর লগ-ইনের অপশন এলে তাতে ক্লিক করুন
  • লগ-ইন করতেই আধারের সঙ্গে যুক্ত আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস পেয়ে যাবেন আপনি

Aadhaar Card লক কীভাবে করবেন?

UIDAI দেশের নাগরিকদের নিজস্ব আধার কার্ড লক করার সুবিধা দেয়। কোনো ভাবে আপনার আধার কার্ডটি হারিয়ে গেলে যাতে অন্য কেউ সেই কার্ড ব্যবহার করে আপনার কোনো ক্ষতি না করতে পারে তার জন্য শীঘ্রই আধার কার্ড লক করা অত্যন্ত জরুরি। আধার লক করার জন্য প্রথমে আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি  দিয়ে 1947 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে, যাতে লেখা থাকবে “GETOTP”। মেসেজ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই OTP ঢুকে যাবে সেই ফোন নম্বরে। এবার এই OTP "LOCKUID আধার নম্বর" লিখে আবার 1947 নম্বরে মেসেজ করতে হবে। এই পদ্ধতিতে আপনি আপনার আধার নম্বর লক করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo