ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা লোস্ক। আক্রান্তদের সংখা দিনে দিনে বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে অনেক মানুষেরা নিজেদের দরকারি জিনিস কিনতে পারছেন না। কিন্তু এবার আপনার জন্য় রয়েছে সুখবর।
আজ ৪ মে থেকে ই-কমার্স প্ল্য়াটফর্মগুলি কে Amazon, Flipkart, Paytm Mall ও অন্যান্য প্ল্যাটফর্মকে প্রোডাক্ট বিক্রির করার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। যদি ও এই সুবিধা কেবল সবুজ ও কমলা জোনে উপলব্ধ। তবে এই ছুট রেড জোন এলাকায় নিষেধাজ্ঞা।
স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ গাইডলাইন অনুযায়ী ই-কমার্স প্ল্যাটফর্মগুলি অপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবে। সরকার দেশটিকে তিনটি অঞ্চলে বিভক্ত করেছে: সবুজ, কমলা এবং লাল। তাই আপনারা অর্ডার দেওয়ার আগে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত তা জেনে নিন।
অর্থাৎ ৪১ দিন পর আবার প্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য ইলেক্ট্রনিক জিনিস অর্ডার করা যাবে। ইতিমধ্যেই Xiaomi, Realme, Vivo, OPPO, Samsung, OnePlus সহ স্মার্টফোন কোম্পানিগুলি কিছু প্রোডাক্টের দাম কমিয়েছে। ফলে কম দামে প্রোডাক্ট কেনার আবার সুযোগ পাবে স্মার্টফোনপ্রেমীরা।
যদি ৪ মে থেকে সবুজ এবং কমলা জোনে বাস করেন তবি আপনি অনলাইন প্ল্য়াটফর্মে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন।