একটা মোবাইল নম্বর দিয়েই তৈরি করা যাবে পুরো পরিবারের নতুন ধরনের আধার কার্ড, কীভাবে জেনে নিন

একটা মোবাইল নম্বর দিয়েই তৈরি করা যাবে পুরো পরিবারের নতুন ধরনের আধার কার্ড, কীভাবে জেনে নিন
HIGHLIGHTS

একটা মোবাইল নম্বর দিয়ে পুরো পরিবারের জন্য পিভিসি আধার কার্ড তৈরি করতে পারেন

পিভিসি কার্ডের সুবিধা হল যে আপনার আধার কার্ডে জল পরলেও এটা নষ্ট হবে না এবং ভাঙবে না

আধার কার্ড ATM কার্ডের মতো PVC কার্ডে প্রিন্ট করাতে পারবেন

জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে এখন পলিভিনাইল ক্লোরাইড (PVC) কার্ডে আধার কার্ডের প্রিন্ট বৈধ করেছে সরকার। UIDAI নিজেই এই সুবিধা দিচ্ছে। এখন আপনি আপনার আধার কার্ড ATM কার্ডের মতো PVC কার্ডে প্রিন্ট করাতে পারবেন। পিভিসি কার্ডের সুবিধা হল যে আপনার আধার কার্ডে জল পরলেও এটা নষ্ট হবে না এবং ভাঙবে না। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ জিনিস হল যে আপনি একটা মোবাইল নম্বর দিয়ে পুরো পরিবারের জন্য পিভিসি আধার কার্ড তৈরি করতে পারেন। আসুন জেনে নিই উপায়… 

PVC আধার কার্ডের বৈশিষ্ট্য

সবার আগে বলে দি যে PVC আধার কার্ড, আপনার ATM কার্ডের মতো হবে। আপনার আধার কার্ড যদি ভুল করে জলে পরে যায় তবে সেটা জলে পরে নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এছাড়া নতুন PVC আধার কার্ডে অনেকগুলি নতুন সুরক্ষা বৈশিষ্ট্য সরবরাহ করা হয়েছে।

PVC কার্ডে আধার প্রিন্ট করার জন্য এবং এটি আপনার বাড়িতে অর্ডার দেওয়ার জন্য আপনাকে মাত্র 50 টাকা খরচ করতে হবে। আপনি যত বেশি লোকের PVC আধার কার্ড তৈরি করতে চান তার জন্য আপনাকে টাকা জমা দিতে হবে। আপনার পরিবারে পাঁচ জন লোক থাকলে আপনাকে 250 টাকা দিতে হবে।

AADHAAR PVC CARD কীভাবে আবেদর করবেন?

১- uidai-এর residentpvc.uidai.gov.in/order-pvcreprint লিংকে যান

২- ১২ নম্বরের আধার কোড, ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের EID টাইপ করুন।

৩- স্ক্যান কোড পূরণ করুন

৪- Send OTP অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে মোবাইল নম্বরে একটি OTP যাবে

৫- OTP সাবমিট করলে ফি পেমেন্ট করতে হবে। এর পরে PVC আধার রিপ্রিন্টের অর্ডার দেওয়া যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo