যে 20 টি টিম PUBG ফাইনলে থাকবে তার মধ্যে একটি ভারতীয় দলও আছে

HIGHLIGHTS

PUBG মোবাইল গেমঃ PUBG Mobile Star Challenge Global ফাইনালের জন্য 20 টি টিমের কথা বলা হয়েছে, আর এই ফাইনাল দুবাইতে হবে

যে 20 টি টিম PUBG ফাইনলে থাকবে তার মধ্যে একটি ভারতীয় দলও আছে

PUBG মোবাইল স্টার চ্যালেঞ্জ 2018 সালের ফাইনাল দুবাইতে 20টি টিমের সঙ্গে 100 র বেশি খেলোয়ারের মধ্যে হবে। আর এদের সবার মাঝে লড়াইয়ের পরে একজন বিজয়ী হবে। আর এই ফাইনাল দুবাইতে 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

PUBG Mobile Star Challenge 2018 তে যে জিতবে সে 6,00,000 ডলার পুরষ্কার হিসাবে পাবে, আর আপনাদের বলে রাখি যে এটি এই ধরনের প্রথম প্রতিযোগিতা হবে।

আমরা যদি ভারতের কথা বলি তবে এই ফাইনালে The Terrifying Night এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। আর এই টিমের কিছু এমন মেম্বার আছে যাদের মধ্যে সক্রিয় পুরি, আনন্দ পুরি, মেহুল দে, আর অমিত শর্মা আছে। আর এরা অক্টোবর মাসের PUBG মোবাইল ক্যাম্পাসে বিজয়ী হয়েছিল। আর আপনারা যদি এই ইভেন্টটি কোন ভাবে না দেখতে পারেন তবে আপনারা এর লাইভ স্ট্রিমিং এভাবে বাড়িতে বসে দেখতে পারবেন। এখানে আপনারা এর লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo