HIGHLIGHTS
ভারতে বেসকারী সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। পাবজি কর্পোরেশন, PUBG Mobile India কে সংস্থার রেজিস্ট্রেশন দিয়েছে বলে জানা গিয়েছে
শুরুতে শুধু Android Mobile ফোনেই এই গেম ডাউনলোড করা যাবে PUBG Game
PUBG সংস্থাকে এই মাসের 21 তারিখ ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। PUBG Mobile India র নতুন অফিস বেঙ্গালুরুতে হবে