আরও একবার PUBG খেলতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু

HIGHLIGHTS

25 বছরের যুবকের মৃত্যু

মৃত্যুর কারন হার্ট অ্যাটাক

আরও একবার PUBG খেলতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু

ভারতের গেমিং জগতে PUBG মোবাইল আসার পরে বড় পরিবর্তন দেখা গেছে আর এখন এটি সবার কাছে ভীষণ স্পেশাল হয়ে উঠেছে। তবে গেম শুধু ভাল দিক আছে তা নয়। PUBG র জন্য বেশ কিছু দুর্ঘটনা ঘটতেও দেখা গেছে। আর এবার গত শনিবার মহারাষ্ট্রের এক 25 বছরের যুবকের মৃত্যু হয়েছে। ডাক্তাররা বলেছেন যে মৃত্যুর কারন ইন্টারনাল ব্লিডিং কারন PUBG মোবাইল খেলার সময়ে তার উত্তেজনা চলছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার গেম খেলার সময়ে তার হার্ট অ্যাটাক হয় আর শনিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। মৃত ব্যাক্তিরা নাম Harshal Devidas Memane বলা হয়েছে। ডাক্তাররা বলেছেন যে গেমিংয়ের উৎসাহের কারনে নার্ভ সঙ্কোচন হয়েছিল আর শক্ত হয়ে গেছিল আর এই জন্য হার্ট অ্যাটাক হয়।

এই ঘটনা থেকে আরও একবার পরিষ্কার যে এই গেমটি ব্যাক্তিগত জীবনেও প্রভাব ফেলে। যদি সাবধান না হয় তবে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনাদের বলে রাখি যে  PUBG Mobile PCর battle royale gameয়ের মোবাইল ভার্সান। গেমটি খুব কম সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo