Krafton বড়সড় আপডেট দিল BGMI সম্পর্কে, কী জানাল এই গেম পাবলিশিং সংস্থা?

Krafton বড়সড় আপডেট দিল BGMI সম্পর্কে, কী জানাল এই গেম পাবলিশিং সংস্থা?
HIGHLIGHTS

কিছু মাস আগে ভারত থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় BGMI গেমটিকে

আবার সেই গেম যে ভারতে ফিরছে সেই ইঙ্গিত মিলল

ক্র্যাফটন, গেম পাবলিশিং সংস্থা তেমনই ইঙ্গিত দিল এবার

BGMI গেমটিকে ভারতে সরকার কয়েক মাস আগে নিষিদ্ধ করে দেয় দেশে। কিন্তু সম্প্রতি জানা গেল এই গেমটি ফের দেশে ফিরতে চলেছে। নতুন করে যে BGMI দেশে আসছে তেমন ইঙ্গিত দিল Krafton, এই গেম পাবলিশিং সংস্থা। ভারতে দারুন জনপ্রিয় ছিল এই গেমটি, মাত্র কিছু সময়ের মধ্যেই এটিকে 100 মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছিল বলে জানা গিয়েছে। কত জন মানুষ প্রি রেজিস্ট্রেশন করিয়েছিলেন জানেন? 70 লাখ! ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ( Battlegrounds Mobile India) খেলাটি দেশে এত জনপ্রিয় হওয়ার মূল কারণ ছিল এর একাধিক আকর্ষণীয় ফিচার। কিন্তু জানা গিয়েছিল যে এই গেমটি নাকি সার্ভারের মাধ্যমে চিনকে গোপন তথ্য পাঠাত। এমন অভিযোগের ভিত্তিতে গেমটিকে দেশে ব্যান করে দেওয়া হয়। এরপর সেটাকে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়।

Krafton নতুন কী ইঙ্গিত দিল BGMI কামব্যাক নিয়ে? 

Krafton, যা কিনা BGMI গেমটির পাবলিশিং সংস্থা তারা এই গেমটিকে কেন্দ্র করে তাদের থার্ড কোয়ার্টার আয় রিলেটেড যে রিপোর্ট রয়েছে সেখানে একটি বিশেষ আপডেট দিয়েছে। জানানো হয়েছে Krafton এর তরফে এখনও এই BGMI যাতে নতুন করে চালু করা যায়, তার পরিষেবাগুলি চালু করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। আরও একটি রিপোর্ট অনুযায়ী ভারতের যে গেমের বাজার আছে সেখানেও নাকি বিনিয়োগ চালিয়ে যাবে এই সংস্থা। এই রিপোর্ট প্রকাশ করেছে স্পোর্টসকীড়া ( Sportskeeda) । কিন্তু কবে BGMI ভারতে ফিরছে সেই সম্পর্কে নিশ্চিত কোনও ধারণা পাওয়া যায়নি। Krafton এর তরফে এই মর্মে কোনও আপডেট আসেনি। কিন্তু তারা যে এই গেম ভারতে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও সেটা জানিয়েছে।

BGMI Krafton

এই বিষয়ে ভারতের গেমিং ইন্ডাস্ট্রি কী বলছে? 

BGMI যে জলদি ভারতে ফিরতে চলেছে এমন কথা ঋষভ ভট্টাচার্য, তথা ওয়ারমানিয়ার সিইও জানিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি একেবারে দিনক্ষণ সমেত বলেছিলেন। তাঁর কথা অনুযায়ী 2022 সালের 25 ডিসেম্বরের মধ্যে থেকে 2023 সালের ফেব্রুয়ারির মাসের মধ্যেই এই BGMI গেম এবং তার পরিষেবা দেশে চালু হয়ে যাবে। শুধু ঋষভ একা নন, তাঁর সঙ্গে সহমত হয়েছেন গেমিং দুনিয়ার আরও অনেকেই। ফলে যাঁরা এই গেম পছন্দ করতেন তাঁদের জন্য এটা নিঃসন্দেহে একটি সুখবর। E-sports শিল্পে এই গেমটি আবার ঝড় তুলবে ভারতে নতুন করে চালু হওয়ার পর যে সেটা বোঝাই যাচ্ছে।

তবে BGMI চালু করার আগে তাদের অর্থাৎ Krafton এর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে তাদের ভারতের জাতীয় সুরক্ষা বজায় রাখা এবং সমস্ত ডেটা গোপনীয়তা নিশ্চিত করা। কারণ এর আগে গেমটি এই কারণের জন্যই ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভারত সরকারের যে তথ্য প্রযুক্তি আইন, 2000 আছে সেটার আওতায় এনে এই গেমকে ব্যান করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই আইনের 69A ধারা অনুযায়ী দ্বিতীয়বার যদি কোম্পানি একই ভুল করে তাহলে তাকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই এবার নতুন ভাবে BGMI নিয়ে ফিরলেও Krafton কে যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo