Nothing Ear 1 ইয়ারবড ভারতে 27 জুলাই হবে লঞ্চ, জেনে নিন দাম কত

HIGHLIGHTS

Nothing Ear 1 TWS ইয়ারবডস ভারতে 27 জুলাই লঞ্চ করা হবে

Flipkart থেকে বিক্রি করা হবে Nothing Ear 1

Nothing Ear 1 এর দাম ভারতের বাজারে 5,999 টাকা রাখা হয়েছে

Nothing Ear 1 ইয়ারবড ভারতে 27 জুলাই হবে লঞ্চ, জেনে নিন দাম কত

Nothing Ear 1 TWS ইয়ারবডস ভারতে 27 জুলাই লঞ্চ করা হবে। বলে দি যে এই সংস্থার ফাউন্ডার Carl Pei। ফ্লিপকার্ট থেকে কেনা যেতে পারে Nothing Ear 1। বলে দি যে সংস্থা Nothing Ear 1 এর লঞ্চিং গত মাসেই নিশ্চিত করেছিল। লঞ্চের আগেই এই ইয়ারবড এর দাম জানিয়ে দিয়েছে সংস্থা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Ear 1 এর দাম

Nothing Ear 1 এর দাম ভারতের বাজারে 5,999 টাকা রাখা হয়েছে। এর গ্লোবাল দাম 99 পাউন্ড অর্থাৎ প্রায় 10,200 টাকা। বলে দি যে এটি নথিং এর প্রথম প্রোডাক্ট। ভারতের বাজারে এই ইয়ার বাড ওপ্পো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের মতো সংস্থাগুলির সাথে প্রতিযোগিতা করবে।

Nothing Ear 1 ফিচার্স এর স্পেসিফিকেশন

Nothing Ear 1 এর বিশেষত্ব হল যে এর ডিজাইন ট্রানস্পরেন্ট। এছাড়া এতে এক্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন দেওয়া হয়েছে। নথিং ইয়ার 1 এর লঞ্চ ইভেন্ট ভারতে 27 জুলাই হবে এবং একই দিনে এর ফিচার্স সম্পর্কে তথ্যও পাওয়া যাবে।

Nothing Ear 1 ডিজাইন এবং তৈরি করেছে কার্ল পেই এবং তার টিম। সংস্থার এই বিশেষ নাম সম্পর্কে কার্ল পেই জানিয়েছে যে এই নামের পিছনে উদ্দেশ্যটি এমন একটি প্রযুক্তি নিয়ে আসা যা মানুষের জীবনকে প্রভাবিত করেও অদৃশ্য থেকে যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo