হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পাঠানোর পরেও করা যাবে এডিট

হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পাঠানোর পরেও করা যাবে এডিট
HIGHLIGHTS

আপাতত হোয়াটসঅ্যাপের এই পরিষেবা পাওয়া যাচ্ছে শুধুমাত্র iOs ২.১৭.১.৮৬৯-এর বেটা ভার্সনে।

মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে আর হোয়াটসঅ্যাপে একবার মেসেজ ডেলিভার হয়ে গেলে না কি তা আর শুধরে নেওয়া যায় না?

কথার ক্ষেত্রে ব্যাপারটা এখনও পর্যন্ত ধ্রুব সত্য! তাই কথা কইতে হবে সাবধানে! তবে হোয়াটসঅ্যাপে কিঞ্চিৎ অসাবধানী হয়ে পড়লেও আর ক্ষতি নেই! অবশেষে পাঠানোর পরেও সেই মেসেজ এডিট করার সুবিধা ইউজারদের হাতে তুলে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ফিচারটার নাম সংস্থা দিয়েছে রিকল বা রিভোক!

এরকমটা তো হামেশাই হয়, একটা কিছু মেসেজ ভুল করে চলে গেল আরেকজনের কাছে! হয় সেটায় বানান ভুল রয়েছে, অথবা রয়েছে এমন কিছু যা পাঠানো উচিত হয়নি। অথচ রাগের মাথায় সেটা চলে গিয়েছে! এরকম অবস্থায় আফসোস ছাড়া এতদিন পর্যন্ত আর কিছুই করার ছিল না! এবার রিকল বা রিভোক করলেই হল!

 

ব্যাপারটা কিছুই নয়! ধরুন, কোনও একটা পাঠানো মেসেজ এডিট করতে চাইছেন আপনি। স্রেফ সেই মেসেজটা কিছুক্ষণ টিপে ধরে থাকতে হবে। তাহলেই ছবিতে যেরকম দেখছেন, সেভাবে চলে আসবে রিভোক অপশনটা। এবার সেই রিভোক অপশন ক্লিক করে মেসেজটা এডিট করে নিলেই কেল্লা ফতে! এমন কিছু জটিল ব্যাপার নয়!

শুধু একটা কথা না বললেই নয়। আপাতত হোয়াটসঅ্যাপের এই পরিষেবা পাওয়া যাচ্ছে শুধুমাত্র iOs ২.১৭.১.৮৬৯-এর বেটা ভার্সনে। তবে চিন্তা নেই, অন্যান্য ভার্সনেও খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এই পরিষেবা।

আরও দেখুন : ফ্লিপকার্ট বিগ শপিং ডে সেলে স্মার্টফোনে দারুন ছাড় আর এক্সচেঞ্জ অফার!

খটকা শুধু একটাই- যতই এডিট করা হোক না কেন, আগে যে মেসেজটা পাঠিয়েছেন, সেটা কিন্তু অন্যের চোখে পড়তেই পারে! তার পর তিনি যদি সেটা নিয়ে আপনাকে কিঞ্চিৎ কথা শোনান?

সেক্ষেত্রে কথাগুলো চুপচাপ হজম করা ছাড়া গতি নেই! সে যতই পাঠানো মেসেজ এডিট করে নেওয়া যাক না কেন এবার!

আরও দেখুন : BSNL এর আরেকটি নতুন চমক, এবার 99 টাকায় করুন আনলিমিটেড কলিং

আরও দেখুন : সাওমি Mi প্যাড 3-এ উপস্থিত হবে 8GB র্যাম এবং ইন্টেল প্রসেসর

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo