এভাবে হোয়াটসঅ্যাপের ডাটা কন্ট্রোল করা সম্ভব

HIGHLIGHTS

আমরা এই আর্টিকেলটিতে আপনাদের বলব যে কি করে হোয়াটসঅ্যাপের ডাটা আর স্টোরেজের ব্যবহার কন্ট্রোল করা সম্ভব

এভাবে হোয়াটসঅ্যাপের ডাটা কন্ট্রোল করা সম্ভব

হোয়াটসঅ্যাপের কোন না কোন গ্রুপে বা অনেক সময় অসংখ্য গ্রুপে আমরা থাকি আর সেই সব গ্রুপে ভিডিও, ইমেজ আর কখনও বা GIF আস্তেই থাকে। আর আমাদের ডাটা অটোমেটিকালি ডাউনলোড হয়ে জাত। আর অনেক সময় তো এমনও হয় যে কিছু ডাটা আমাদের একদমই কাজে লাগেনা, কিন্তু তাও ভিডিও আর ইমেজের জন্য ইন্টারনেট ব্যালেন্স কমে যেতে থাকে। অ্যামাজনে এই 32 GB ইন্টারনাল স্টোরেজের ফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপের সেটিংস এ পরিবর্তন করি তবে আমরা আমাদের ইন্টারনেট ডাটা বাঁচাতে পারব। সেটিংসে পরিবর্তন করলে আমরা চাইলে তবেই ইমেজ, ভিডিও বা অন্য ফাইল ডাউনলোড হবে না হলে নয়। তবে আসুন দেখা যাক যে আমরা কি ভাবে আমাদের ফোনের ডাটা বাঁচতে পারব।

  • প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যান

  • এখানে দেওয়া ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস বাছুন

  • এখানের মোবাইল ডাটাতে ট্যাপ করুন

 

  • এখানকার সমস্ত বিকল্পতে থাকা বক্স চেক সরিয়ে ওকে করে দিন

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo