HIGHLIGHTS
এবার থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে যেমন আর আধার লাগবে না তেমনি পুরনো অ্যাকাউন্ট থেকেও আধার ডিলিঙ্ক করা যায়
আমরা জানি যে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা কোন ই কমার্স সাইট বা এই জাতীয় জিনিসের লিঙ্ক বাধ্যতামূলক নয়। আর এর মধ্যে অবশ্য আমাদের প্রায় সবারই এসবের সঙ্গে আধার লিঙ্ক করা হয়ে গেছে।
Surveyআর এর সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা নতুন ফোন নাম্বার নেওয়ার জন্যও আধার বাধ্যতামূলক নয়।
এবার আজকে আমরা আপনাদের বলব যে কি করে লিঙ্ক আধার ডি লিঙ্ক করা যাবে। আজকে আমরা আপনাদের এই আর্টিকেলে বলব যে পেটিএমের সঙ্গে আপনার লিঙ্ক আধার কী করে ডি লিঙ্ক করা যাবে।