ইন্সটাগ্রামে একসঙ্গে আপলোড করা যাবে একাধিক ফটো-ভিডিও

ইন্সটাগ্রামে একসঙ্গে আপলোড করা যাবে একাধিক ফটো-ভিডিও
HIGHLIGHTS

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম জানিয়েছে, এই প্ল্যাটফর্মে এখন থেকে একসাথে দশটি পর্যন্ত ছবি এবং ভিডিও আপলোড করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী আইওএস এবং অ্যান্ড্রয়েডে এই সুবিধা চালু করা

একাধিক পোস্ট ছোট ছোট আইকন দিয়ে চিহ্নিত করা যাবে। এই ছবিগুলো আলাদা আলাদাভাবে এডিট করা যাবে অথবা একসঙ্গে সবগুলো ফিল্টার করা যাবে। পুরো অ্যালবামে একটি ক্যাপশনও দেওয়া যাবে। তবে ছবির সাইজগুলো অবশ্যই স্কয়ার সাইজের হতে হবে।

আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..

এ বিষয়ে ইন্সটাগ্রামের একজন মুখপাত্র প্রযুক্তি বিষয়ক বলেন, অনেক সময়ই আপনি যেকোনো স্মরণীয় অভিজ্ঞতার সবচেয়ে ভালো ছবিগুলো এবং ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে চাইবেন। আর তাই ইন্সটাগ্রামের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬ বছর আগে উন্মুক্ত হওয়া ইন্সটাগ্রামে শুরু থেকেই বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে রয়েছে, সবসময় স্কয়ার, ছোট এবং লো-রেজলিউশনের ছবি সমর্থন করে। বর্তমানে ইন্সটাগ্রামে মাসিক ৬০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

আরও দেখুন : আপনার ফোনের ডেটা বাঁচাবেন কি ভাভে? জেনে নিন এখানে

আরও দেখুন : এবার স্ন্যাপচ্যাটকে নকল করলো হোয়াটসঅ্যাপ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo