হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার, চ্যট করা এবার আরও মজার হবে

হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার, চ্যট করা এবার আরও মজার হবে
HIGHLIGHTS

এবার মেসেজের ফন্ট সহজেই বদলানো যাবে

এর আগেও জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের নতুন ফিচার্স নিয়ে এসেছে। এর মধ্যে পিন টু টপের মতন ফিচার্সও আছে। এবার সম্প্রতি জানা গেছে যে এই অ্যাপটি তাদের নতুন ভার্শানে আরও নতুন ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে।

জানা গেছে যে হোয়াটসঅ্যাপ এবার তাদের নতুন ভার্শান ২.১৭.১৪৮ তে দেখা যাবে নতুন অপশান। এবার মেসেজ করার সময় লেখা মানে মেসেজ বোল্ড বা ইটালিকের অপশনের সঙ্গে ইমোজিও আরও অনেক অপশনের সঙ্গে আসবে।

আপনি যে টেক্সট লিখছেন তার ওপর কিছুক্ষণ হাত ধরে সিলেক্ট করুন, তাহলেই দেখা যাবে একটি বক্স, এবার সেই বক্সে ইটালিক বা বোল্ডের মতন অপশন দেখা যাবে, ব্যস আপনি এবার আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করে সহজেই মেসেজ পাঠাতে পারবেন।

আর ইমোজির জন্যও এবার সার্চ বার থাকবে। যে ধরনের ইমোজি আপনার লাগবে তেমন ইমোজির কথা সার্চ অপশনে লিখে সার্চ করলেই পাবেন।

তবে হোয়াটসঅ্যাপের এই ভার্শানটি এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে, অ্যাপেলের জন্য এখনই এই অপশনটি আনছেনা হোয়াটসঅ্যাপ। 

সোর্সঃ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo