Gmail iOS অ্যাপ সোয়াইপ জেসচার ফিচার এল

HIGHLIGHTS

iOS প্ল্যাটফর্মে Gmail নতুন মোবাইল রিডিজাইন আপডেট পাওয়া যাচ্ছে যাতে অ্যাপের নতুন কিছু ফিচার এসেছে

Gmail iOS অ্যাপ সোয়াইপ জেসচার ফিচার এল

সম্প্রতি Gmail নতুন মোবাইল রিডাজাইন আর কিছু প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের কথা জানানো হয়েছে। কোম্পানি জিমেলে iOS য়ের নতুন সোয়াইপ অ্যাক্সেস ফিচার অ্যাড করেছে আর যা আকর্ষণীয়, ট্র্যাশ, মার্ক এজ রিড/আনরিড, স্রুজ আর মুভ টুর মতন কাজ করার ক্ষমতা রাখে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফিচারের ইউজারের কাজ আরও সহজ করতে সাহায্য করবে আর কাস্টমাইজ করতে সাহায্য করবে। ইউজার্সরা সোয়াইপ কনফিগারেশান সেটিংস অ্যাক্সেস করার জন্য Gmail iOS অ্যাপে যেতে হবে আর সেটিংস অপশানে গিয়ে সোয়াইপ অ্যাকশানে গিয়ে সোয়াইপ অপশান বাছতে হবে।

আর এছাড়া ইউজার্সদের এর মধ্যে অ্যাকশান থেকে নোটিফিকেশান অ্যাক্সেস করতে হবে। উদাহরন স্বরূপ বলা যায় যে আপনাদের 3D টাচ প্রেস করতে হবে আর জিমেল iOS নোটিফিকেশানে প্রেস করতে হবে আর সোজা স্রুজ অপশানে ক্লিক করে ডেট আর টাইম বাছতে হবে।

রিডিজাইনে অ্যাটাচমেন্ট কুইক ভিউ, সুইচিং বিটবিন পার্সোনাল অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট, মিনিমাল ইউজ অফ কালার ইত্যাদি আছে। 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo