HIGHLIGHTS
mAadhaar অ্যাপটিকে UIDAI অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য নিয়ে আসা হয়েছে
ইউনিক ইইডিন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া (UIDAI) অ্যান্ড্রয়েডের জন্য mAadhaar অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের নাম থেকে বোঝা যাচ্ছে যে ‘মোবাইল আধার’ অ্যাপের মাধ্যমে ইউজার্সরা তাদের আধারের মাধ্যমে( নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা আর ছবি) নিজেদের সঙ্গে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে নিয়ে ঘুরতে পারবে, যা তাদের আধার নম্বরের সঙ্গে লিঙ্কড করা থাকবে।
SurveymAadhaar অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, আর এই অ্যাপটি এখন শুধু অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্যই আনা হয়েছে। কিন্তু আসা করা হচ্ছে যে এই অ্যাপের iOS ভার্শানও খুব তাড়াতাড়ি আসবে। তবে এই অ্যাপটি ব্যবহার করতে হলে ইউজার্সদের মোবাইল নম্বর তাদের আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থকাতে হবে।
mAadhaar অ্যাপটির মাধ্যমে ইউজারের আধার নম্বর আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারবে আর তারপর তাদের আর আধারের হার্ড কপির দরকার হবেনা।
এর সঙ্গে mAadhaar অ্যাপের মাধ্যমে ইউজার্সরা তাদের বায়োমেট্রিক্স ডাটা ল্ক আর আনলকও করতে পারবে। এই অ্যাপটিতে TOTP ফিচার আছে। OTP, SMS এর মাধ্যমে জানা যাবে।