চমকে দেওয়া ফিচার নিয়ে শীঘ্রই হাজির হবে Instagram, দেখে নিন এক নজরে
Insta Reels, Instagram এর জনপ্রিয়তা অন্য লেভেলে নিয়ে চলে গেছে।
Instagram, কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে পেইড সাবক্রিপশন ফিচার আনতে চলেছে।
এবার সাধারণ ফিডের পাশাপাশি Chronological ফিড অপশনও পাবে ইউজাররা।
Facebook এর মতই Meta কোম্পানির আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram এই মুহুর্তে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথম দিকে শুধুমাত্র টপ-ক্লাস ব্যাক্তিদের জন্য Instagram বানানো হলেও ধিরে-ধিরে প্রায় সকল শ্রেণির মানুষই এই ফটো কেন্দ্রিক প্ল্যাটফর্মটি আপন করে নিয়েছে। শেষ কয়েক বছরে বিভিন্ন আকর্ষণীয় ফিচার যোগ করার ফলে এর ইউজারও বেড়েছে অনেক। বিশেষত, Insta Reels, Instagram এর জনপ্রিয়তা অন্য লেভেলে নিয়ে চলে গেছে। এই বছরেও বেশ কিছু চমৎকার ফিচার লঞ্চ করতে চলেছে Instagram। রিপোর্ট অনুযায়ী 5টি আকর্ষণীয় ফিচার যোগ হবে এই ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নতুন ফিচারগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
SurveyPaid Subscription
Instagram একটি ফ্রি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে কোনো কন্টেন্ট দেখতে কোনো খরচ করতে হতনা ইউজারদের। তবে এবার Instagram কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে পেইড সাবক্রিপশন ফিচার আসতে চলেছে। ক্রিয়েটররা এর মাধ্যমে অনেক বেশি ইমকাম করবেন। বিভিন্ন রেঞ্জের প্ল্যানে সাবস্ক্রিপশন আসবে বলে শোনা গেছে। ইউজাররা কিছু পরিমাণ টাকার পরিবর্তে ক্রিয়েটরদের স্পেশাল কন্টেন্ট দেখার সু্যোগ পাবে।