ল্যান্ডলাইন নাম্বারেও এভাবে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে পারবেন
By
Digit Bangla |
Updated on 31-May-2019
HIGHLIGHTS
এর জন্য হোয়াটসঅ্যাপ ফর বিজনেস অ্যাপটি ডাউনলোড করতে হবে
বিশ্বের জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটঅ্যাপ প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে নিজেদের ইউজার্সদের জন্য। আর এবার জানা গেছে যে মোবাইল ছাড়া ল্যান্ড লাইন থেকেও হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাবহার করা যাবে।
Survey✅ Thank you for completing the survey!
তবে এক্ষেত্রে মোবাইল নাম্বারের সঙ্গে বাড়ির ল্যান্ডলাইন নাম্বার থেকেও হোয়াটসঅ্যাপ ব্যাবহার করা যাবে। তবে এর জন্য একটি স্পেশাল ‘হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
কি করে এই পরিষেবা নিজের বাড়ির ল্যান্ডলাইনে চালু করবেন তা দেখে নেওয়া যাক।
- এর জন্য বাড়ির ল্যান্ডলাইন নাম্বার থাকা দরকার।
- এবার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি ডাউনলোড করতে হবে, (W A বিজনেস)
- এবার এটি রেজিস্টার্ড হওয়ার পরে আপনারা কাছ থেকে একটি ফোন নাম্বার চাওয়া হবে।
- সেই নাম্বারে OTP যাবে।
- এবার ভারতের কোড (+91) সিলেক্ট করুন আর এবার STD কোড আর ল্যান্ডলাইন নাম্বার দিন।
- নাম্বার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ থেকে একটি OTP দেওয়া হবে। তবে ল্যান্ডলাইনে নাম্বার হওয়ায় ভেরিফিকেশানের জন্য কল মি অপশানটি সিলেক্ট করুন।
- আর এবার ল্যান্ডলাইন নাম্বারে একটি ফোন আসবে OTP র জন্য।
- আর এবার এই OTP নাম্বার দিয়ে নিজের হোয়াটসঅ্যাপ ইন্সটল করলে ল্যান্ডলাইন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করতে পারবেন।
এর পরে হোয়াটসঅ্যাপের বাকি ব্যাবহার একই।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।