পেট্রোলের খরচ কমবে গুগল ম্যাপ ব্যাবহারে!

HIGHLIGHTS

কম্পিউটার থেকে ব্যাবহার করার পদ্ধতি

স্মার্টফোন থেকে গুগল ম্যাপের ব্যাবহার

পেট্রোলের খরচ কমবে গুগল ম্যাপ ব্যাবহারে!

পেট্রোলের খরচ কমাতে কি করে গুগল ম্যাপ সাহায্য করবে? ভাবছেন এ আবার কি আজগুবি কথা? আসলে সোজা কথায়  বললে কোন অজানা জায়গায় যাওয়ার আগে সেই রাস্তা আপনি নাই চিনতে পারেন। বা কোন সময়ে চেনা রাস্তাও জ্যামের জন্য অচেনা হয়ে যায় তখন শর্টকার্ট খুজতে গিয়ে অনেক সময়েই ভুলে বেশি রাস্তা ঘুরে ফেলা হয়ে যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এই সমস্যার হাত থেকে বচাতেই এখন এসেছে গুগল ম্যাপ। আর সেই ম্যাপের নির্দেশে ঠিক ঠাক পথে গেলেই রাস্তা কমে খরচও কমবে।

আর এবার আমরা দেখব যে কি করে ফোন আর কম্পিউটার থেকে গুগল ম্যাপ ব্যাবহার করতে পারবেন।

কম্পিউটার থেকে

  • কম্পিউটারের ওয়েব ব্রাইজারে গুগল ম্যাপ ওপেন করুন।
  • কোথাউ যাওয়ার জায়গায় জুম ইন রাইট ক্লিক করুন।
  • এবার মেজার ডিস্টেন্স সিল্কে করুন।
  • এবার যেখান যাবেন সেই জায়গায় ক্লিক করুন। একাধিক জায়গায় যেতে চাইলে একাধিক পয়েন্টে ক্লিক করুন।
  • এবার কালো দাগ ড্র্যাগন করে নির্দিষ্ট পথে জান। ম্যাপ ঐ পথের ডিস্টেন্স দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে গুগল ম্যাপের ব্যাবহার

  • অ্যান্ড্রয়েড আর iOS স্মার্টফোন থেকেও এই ফিচার ব্যাবহার করতে পারবেন। তবে স্মার্ট ফোনের সিস্টেম একটু আলাদা।
  • প্রথমে গুগল ম্যাপ ওপেন করুন।
  • এবার কোথাউ যাওয়ার আগে সেই জায়গায় ট্যাপ করুন আর হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।
  • এবার ম্যাপে জায়গায়র নাম দিন।
  • আর এবার পপ আপ মেনু তে মেজার ডিস্টেন্স সিলেক্ট করুন।
  • আর এবার ম্যাপটি ড্র্যাগ করে কালো সার্কেলকে ডিস্টেন্সে বসান।
  • আর এবার অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করুন।
  • আর শেষে স্ক্রিনের নিচে কিলোমিটার আর মাইলে মোট দুরত্ব দেখাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo