অজানা ব্যক্তির থেকে নিজের Facebook Profile সুরক্ষিত রাখতে চান? জেনে নিন সহজ ট্রিক

অজানা ব্যক্তির থেকে নিজের Facebook Profile সুরক্ষিত রাখতে চান? জেনে নিন সহজ ট্রিক
HIGHLIGHTS

ফেসবুকও ইউজারের প্রাইভেসি বজায় রাখতে এনেছে প্রোফাইল লকের ফিচার

Facebook.com-এ নিজের ফেসবুক প্রোফাইল লগ ইন করুন

কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক প্রোফাইল লক করবেন

Facebook Profile Lock: আজকাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্টক করা যেন একটা ট্রেন্ডের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেলিব্রিটি থেকে সাধারণ ইউজার অনেকেই আজ প্রাইভেসির অভাবের শিকার। ইন্সটাগ্রামের তরফে ইউজার প্রাইভেসি বজায় রাখতে প্রাইভেট একাউন্টে প্রোফাইল কনভার্ট করার সুবিধা রয়েছে, ঠিক তেমনি ফেসবুকও ইউজারের প্রাইভেসি বজায় রাখতে এনেছে প্রোফাইল লকের ফিচার। প্রোফাইল লক করলে কেবলমাত্র ফ্রেন্ডলিস্টে থাকা ব্যাক্তিরাই ইউজারের ফুল প্রোফাইল ফটো, অ্যাবাউট এবং আপলোড করা সমস্ত ফটো দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। যারা ফ্রেন্ডলিস্টে নেই তারা কেবল প্রোফাইল ফটো এবং সংক্ষিপ্ত অ্যাবাউটই দেখতে পাবেন। জুম করতে বা ডাউনলোড করতে পারবেন না ইউজারের প্রোফাইল ফটো।

কীভাবে ডেস্কটপ থেকে ফেসবুক প্রোফাইল লক করবেন-

  • প্রথমে ব্রাউজারে গিয়ে Facebook.com-এ নিজের ফেসবুক প্রোফাইল লগ ইন করুন।
  • এরপর হোম স্ক্রিন থেকে মেইন প্রোফাইল পেজে যান।
  • প্রোফাইল খুলে নিজের নামের তলায় আপনি তিনটি ডট দেখতে পাবেন। 
  • সেখানে লক প্রোফাইল অপশনে ক্লিক করুন।
  • এরপর Lock Your Profile অপশনে ট্যাপ করুন।
  • এরপর Ok বাটনে ক্লিক করে হোম পেজে ফিরে যান।

কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক প্রোফাইল লক করবেন

  • প্রথমে নিজের মোবাইলে ফেসবুক অ্যাপটি ওপেন করুন ও লগ ইন করুন।
  • এরপর হোম পেজে গিয়ে নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
  • প্রোফাইল পেজে যে তিনটি ডট দেখা যাবে সেখানে ক্লিক করুন, দেখবেন একটি মেনু ওপেন হবে।
  • মেনুতে থাকা Lock Profile অপশনে ক্লিক করুন।
  • এরপর Lock Your Profile অপশনে ট্যাপ করুন।
  • দেখবেন একটি পপ আপ মেসেজ ভেসে উঠবে ‘You locked your profile. Only your friends can see the photos and posts on your timeline.’
  • এরপর Ok ট্যাপ করুন।

এরফলে আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে। আপনি আপনার কোনো পোস্টই পাব্লিকের সাথে শেয়ার করতে পারবেন না। আপনার ফ্রেন্ডলিস্টে  থাকা ব্যাক্তিরাই শুধুমাত্র আপনার সমস্ত পোস্ট দেখতে পাবেন। প্রোফাইল লক করার সঙ্গে সঙ্গে একটি ইন্ডিকেটর দেখা যাবে, যা বুঝিয়ে দেবে যে উক্ত ব্যাক্তির প্রোফাইল লক।

কীভাবে আইফোনে নিজের ফেসবুক প্রোফাইল লক করবেন-

  • প্রথমে ফেসবুক অ্যাপে নিজের প্রোফাইলে লগ ইন করুন।
  • এরপর  ফেসবুকের ডানদিকের নীচে  থ্রি লাইন অপশনে ক্লিক করে নিজের নামের পাশে ট্যাপ করুন।
  • এরপর নিজের নামের নীচে থ্রি-ডট অপশনে ক্লিক করুন।
  • Lock Profile অপশনে ট্যাপ করুন।
  • এরপর Lock Your Profile অপশনে ট্যাপ করে কনফার্ম করুন।

Digit.in
Logo
Digit.in
Logo