সম্প্রতি Amazon তাদের P2P মানে পার্সন টু পার্সন পেমেন্ট পরিষেবার কথা জানিয়েছে। এই পরিষেবার সাহায্যে Amazon App য়ের UPI প্ল্যাটফর্মে ব্যাবহার করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করা যেতে পারে। আর এই বিষয়ে অ্যামাজন তাদের একটি বয়ানে বলেছে যে Amazon গ্রাহকরা এই P2P পরিষেবার মাধ্যমে সব রকমের বিলও পেমেন্ট করতে পারবে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনাদের বলে রাখি যে অ্যামাজন তাদের নতুন পার্সন টু পার্সন পরিষেবা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দিচ্ছে। আর এই ইউজাররা P2P পেমেন্ট শুধু তাদের ফোনে কন্টেন্ট ব্যাবহার করে সেন্ড আর রিসিভ করতে পারবে। Amazon Pay র ডিরেক্টার Vikas Bansal বলেছেন যে P2P পেমেন্ট লঞ্চের সঙ্গে Amazon Android App য়ে ইউজারদের জন্য শপিং আর পেমেন্ট করার সব থেকে বড় প্ল্যাটফর্ম আছে। আর এটি অ্যামাজন ইউজারদের অনেক সুবিধা দেবে।
Amazon Pay র P2P পেমেন্ট পরিষেবাতে ইউজাররা লঞ্চ অফারে UPI পরিষেবা দিয়ে টাকা পাঠালে 120 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আর এর সঙ্গে কোম্পানির সব ট্র্যাঞ্জাকশান multifactor authentication য়ের মাধ্যমে সুরক্ষিত থাকছে যা গ্রাহকদের ফোন, সিম আর ডিটেল UPI পিনের মাধ্যমে কাজ করবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।