লোকসভা ভোটের আগেই Voter id Card Update করুন বাড়ি বসেই, কীভাবে জেনে নিন

লোকসভা ভোটের আগেই Voter id Card Update করুন বাড়ি বসেই, কীভাবে জেনে নিন
HIGHLIGHTS

আমরা আপনার জন্য ভোটার কার্ড তৈরি করার করা এবং সংশোধন করার একটি অনলাইন উপায় নিয়ে এসেছি

এখানে আপনি একটি অ্যাপের মাধ্যমে বাড়ি বসেই সমস্ত কাজ করতে পারবেন

অনলাইনে ভোটার আইডি কার্ড তৈরি করতে আপনাকে Android এবং iOS মোবাইলে Voter Helpline App ডাউনলোড করতে হবে

Voter id Card Update: লোকসভা ভোট শীঘ্রই আসতে চলেছে। ভোট দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভোটার আইডি কার্ড। অনেক সময় দেখা যায় যে ভোটার আইডিতে নাম, ঠিকানা ভুল থাকে। তার জেরে আমজনতা ভোট দিতে পারেন না।

আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে বা ভোটার কার্ডে কোনো সংশোধন করাতে হয়ে, তবে এখন আর সরকারী অফিসে ছুটতে হবে না।

আসলে, আমরা আপনার জন্য ভোটার কার্ড তৈরি করার করা এবং সংশোধন করার একটি অনলাইন উপায় নিয়ে এসেছি। এখানে আপনি একটি অ্যাপের মাধ্যমে বাড়ি বসেই সমস্ত কাজ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।

আরও পড়ুন: Galaxy A34 5G Price Cut: একধাক্কায় ব্যাপক সস্তা হল 256GB স্টোরেজ সহ Samsung স্মার্টফোন, জানুন নতুন দাম কত

ডাউনলোড করুন Voter Helpline App

এটি গুগল প্লে স্টোর বা প্লে স্টোর দুটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে

অনলাইনে ভোটার আইডি কার্ড তৈরি করতে আপনাকে Android এবং iOS মোবাইলে Voter Helpline App ডাউনলোড করতে হবে।

এটি গুগল প্লে স্টোর বা প্লে স্টোর দুটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এই অ্যাপের মাধ্যমে আপনি অনলাইন ভোটার কার্ড তৈরি বা সংশোধন করতে পারবেন।

নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন

মোবাইলে সবার প্রথমে ইনস্টল করা ভোটার হেল্পলাইন অ্যাপ খুলতে হবে।

এখানে ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।

এবার এখানে আপনাকে অ্যাপে জরুরি তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আধার কার্ডের বিবরণ দিতে হবে।

এই সমস্ত প্রক্রিয়ার পুরো হওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করতে হবে।

এই প্রসেস পুরো হওয়ার পরে, BLO এর তরফে ভেরিফিকেশন করা হবে এবং আপনার নতুন ভোটার কার্ড আপনার বাড়ি পৌঁছে যাবে।

Voter id Card Update
এই সমস্ত প্রক্রিয়ার পুরো হওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করতে হবে

পুরোনো Voter id Card Update করবেন কীভাবে?

একইভাবে, আপনি ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আপনার পুরানো ভোটার আইডি কার্ডে বদল করতে পারবেন।

এর জন্য আপনাকে অ্যাপের শেষে কমপ্লেন এন্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।

এখানে জরুরি ডিটেল পূরণ করতে হবে।

কয়েকদিন পরে আপনার নতুন ভোটার আইডি কার্ড তৈরি হয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে।

আরও পড়ুন: Nothing Phone 2a: মেড ইন ইন্ডিয়া হবে নয়া নাথিং ফোন, Carl Bhai করল নিশ্চিত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo