IRCTC-তে অ্যাকাউন্ট বানাতে চান? দেখে নিন সহজ পদ্ধতি, সঙ্গে রইল অনলাইনে টিকিট কাটার উপায়

IRCTC-তে অ্যাকাউন্ট বানাতে চান? দেখে নিন সহজ পদ্ধতি, সঙ্গে রইল অনলাইনে টিকিট কাটার উপায়
HIGHLIGHTS

IRCTC- এর অ্যাপ বা ওয়েবসাইটের তরফে নাগরিকরা এখন সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন

তবে এটার জন্য IRCTC -তে অ্যাকাউন্ট তৈরি করতে হবে

অন্য ট্রাভেল ওয়েবসাইট দিয়েও যদি ট্রেনের টিকিট কাটতে চান তাহলেও আপনাকে IRCTC -তে অ্যাকাউন্ট বানাতে হবে

Indian Railway Catering and Tourism Corporation -এর দৌলতে এখন খুব সহজেই অনলাইনে টিকিট কাটা যায়। পোহাতে হয় না কোনও ঝঞ্ঝাট এবং ঝামেলা। এই সরকারি সংস্থার তরফে যাত্রীদের IRCTC অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে ট্রেনের টিকিট কাটার সুবিধা দেয়। অনলাইনেই টাকা পেমেন্ট করতে হয় এই ক্ষেত্রে। যাত্রীরা চাইলে অন্যান্য ট্রাভেল ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন যেমন Paytm, Make My Trip, ইত্যাদি। 

তবে অনলাইনে ট্রেনের টিকিট কাটার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হল IRCTC -তে অ্যাকাউন্ট বানাতে হবে। তাই এখন কোথাও সফর করার হলে আর অন্য কারও ভরসা নয়, নিজেই ট্রেনের টিকিট কেটে ফেলুন। তার আগে বানিয়ে নিন IRCTC অ্যাকাউন্ট। দেখুন কীভাবে এই অ্যাকাউন্ট বানাবেন। 

IRCTC তে কীভাবে অ্যাকাউন্ট বানাবেন দেখুন

1. সবার আগে আপনাকে IRCTC ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ www.irctc.co.in

2. এবার এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন। 

3. এবার ইন্ডিভিজুয়াল অপশন বেছে নিন। 

4. এবার যা যা তথ্য চাইছে দিয়ে দিন, যেমন আপনার নাম, জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডি, মোবাইল নম্বর, অ্যাড্রেস। 

5. এবার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন আপনার IRCTC অ্যাকাউন্টের জন্য। মনে রাখবেন 3 থেকে 35 অক্ষরের মধ্যে এই ইউজার নেম হতে হবে। এবং অবশ্যই সেটাকে ইউনিক হতে হবে। 

6. এবার একটা সিকিউরিটি প্রশ্ন বেছে সেটার উত্তর দিন। এটাকে মনে রাখবেন যদি কখনও পাসওয়ার্ড রিসেট করতে হয় সেটা কাজে লাগবে। 

7. এবার ক্যাপচা কোড দিয়ে দিন। 

8. সাবমিট করুন। 

9. এবার একটা ইমেল আইডি এবং লগইন পাসওয়ার্ড দিন। 

10. এবার আপনি আপনার ফোন এবং ইমেলে একটি OTP পাবেন সেটা দিয়ে দিন। সাবমিট করুন। 

মনে রাখবেন সঠিক তথ্য দেবেন সব কারণ পরবর্তীতে টিকিট কাটতে গেলে এগুলোর প্রয়োজন হবে। 

IRCTC Account

এবার দেখুন অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন।

1. এটার জন্য সবার আগে IRCTC অ্যাকাউন্টে যান। 

2. এবার কোথা থেকে সফর করবেন কোথায় যাবেন সেটা দিয়ে সফরের দিন বেছে নিন। 

3. এবার বেছে নিন কোন ক্লাসে সফর করবেন, 1st এসি, 2nd এসি, 3rd এসি, নাকি স্লিপারে। 

4. এবার ফাইন্ড ট্রেন অপশনে ক্লিক করে দেখুন কোন ট্রেন উপলব্ধ আছে আর কোনটার কী সময়। 

5. এবার ট্রেন বেছে সেটার সিট আছে কিনা দেখুন। সঙ্গে দাম। 

6. এবার কোটা বেছে নিন যেমন জেনারেল, তৎকাল, ইত্যাদি। 

7. এবার বুক নাও অপশনে ক্লিক করুন। 

8. এবার যাত্রীর সমস্ত ডিটেল দিয়ে দিন। যেমন নাম, বয়স, পছন্দের বার্থ, ইত্যাদি। এবার কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করুন। 

9. এবার বুকিংয়ের রিভিউ দেখে পেমেন্ট করুন। 

10. একটা পেমেন্ট মেথড বেছে নিন। যেমন ডেবিট, ক্রেডিট, নেট ব্যাংকিং বা অন্যান্য কোন মাধ্যমে টাকা দেবেন সেটা 

11. এবার সমস্ত ডিটেল দিন। 

12. মেক পেমেন্ট অপশনে ক্লিক করে বুকিং শেষ করুন। 

13. একবার পেমেন্ট হয়ে গেলে আপনি কনফার্মেশন মেসেজ পাবেন। সঙ্গে ইমেলে টিকিটের পুরো তথ্য।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo