এই ওয়ার্ক- ফ্রম হোমের যুগে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর প্রধান মাধ্যম হল ইমেইল। অনেকসময়েই দেখা যায় যে অনেক কাজের মধ্যে ব্যাস্ত থাকার ফলে কোনো গুরুত্বপূর্ণ ইমেইল আমরা ঠিক সময়ে পাঠানোর কথা ভুলে যাই। আবার অনেক সময় মনে মনে কখন পাঠানো তা ঠিক করে রাখলেও, হঠাৎ করে ব্যাস্ত হয়ে পড়লে, ইমেল আর সময়ে পাঠানো হয়ে ওঠে না।
Survey
✅ Thank you for completing the survey!
এই সমস্যা থেকে মুক্তি পেতে Gmail-এ রয়েছে এক বিশেষ ফিচার। যার দ্বারা নিজের ইমেইল কে নির্দিষ্ট সময়ে শিডিউল করে রাখা সম্ভব। যার মাধ্যমে আপনি ভুলে গেলেও আপনার মেইল নির্দিষ্ট সময়ে পৌছে যাবে গন্তব্যে।