ছোটদের জন্য কি করে আধার কার্ড বানাবেন

ছোটদের জন্য কি করে আধার কার্ড বানাবেন

আধার কার্ড ভারতের আই কার্ড গুলির মধ্যে অন্যতম দরকার একতি কার্ড আর ডকুমেন্ট হিসাবে বিবেচিত। আর এতে আপনাদের সব ডিটেলসের সঙ্গে বায়োমেট্রিক ডিটেলও দেওয়া হয় আর এই জন্য এটি একটি দরকারি ডকুমেন্ট হিসাবে বিবেচ্য। আর কিছু দিন আগে পর্যন্ত আধার কার্ড বানানো সমস্যার ছিল আর এবার সহজেই তা বানানো যায়। আর আধার কার্ড বানানোর জন্য কোন নূন্যতম বয়সের দরকার হয়না বাচ্চাদের জন্যও UIDAI আধার কার্ড বানায়।

এখন তো নবজাতক ও আধারা কার্ড পায়। অনেক হাস্পাতালে বাচ্চাদের আধার কার্ড নামাঙ্কন করা হচ্ছে আর তারা এই সময়ে বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার পরিচয় পত্রও দেয়। এর মানে এই যে একদম ছোট বাচ্চারও আধার কার্ড করা যায়, আর এর জন্য আবেদন করা যায়। আসুন দেখা যাক এর প্রক্রিয়া গুলি কি।

পাঁচ বছরের ছোট বাচ্চার জন্য আধার

  • এবার পাঁচ বছরের ছোট বাচ্চার জন্য কি করা আধার করতে পারবেন তা আপনাদের জানাব। আর মধ্যে কিছু জিনিস খেয়াল রাখা দরকার এর পারে আপনাদের আমরা সব জানাব। পাঁচ বছরের ছোট বাচ্চার আধারা বানানোড় জন্য এই সব জিনিস খেয়াল করতে হবে।
  • সবার আগে আপনারা পাঁচ বছরের ছোট বাচ্চার আধার কার্ড বানানো যায়, এমনি নবজাতকের আধারও বানাতে পারবেন। আর আবে যদি আপনারা কোন ছোট বাচ্চার আধার কার্ড বানানোর থাকে তবে আপনাদের এই জিনিস গুলি খেয়াল রাখতে হবে।
  • আপনাদের মনে করিয়ে দি যে আপনার বাচ্ছার ছোট হলে তার বায়োমেট্রিক দারক নেই।
  • আর একেহত্রে বাচ্চার ছবি দরকার।
  • আর এর সঙ্গে বাচ্চার অভিভাবকদেরও আধার থাকা দরকার।
  • আর এবার বাচ্চার অভিভাবকের কাছে আধার না থাকে তবে তা বানাতে হবে।
  • আর এবার আপনাদের বলি যে পাঁচ বছরের ছোট বাচ্চার কোন বায়োমেট্রিক দরকার নেই।
  • আর প্রসেসের সময়ে ছবি তুলতে হবে।
  • আর এরকমটা আপনার বাচ্চা পনেরো বছর পর্যন্ত হলেও করা যাবে।

পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের আধার কার্ড

যদি পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চার আধার কার্ড বান্তে চাবন তবে একই প্রসেস করতে হবে। UIDAI য়ের তরফে বাচ্চা আর অ্যাডাল্টয়ের আধারে কোন পার্থক্য করা হয়নি। আর পাঁচ থেকে পনেরো বছরের প্রকিয়াতে কিছু পার্থক্য আছে।

এই বাচ্চাদের প্রসেস অ্যাডাল্টদের মতন হবে।

  • আর এখানে একটি জিনিস দেখার যে এখানে একটি ডকুমেন্ট লাগবে প্রাপ্ত বয়স্কদের সেখানে একাধিক ডকুমেন্ট লাগে।
  • বাচ্চাদের এবার পনেরো বছর হলে তাঁর দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যান আর ফটোগ্রাফ দিতে হবে।
  • আর এর সঙ্গে এও দেখার যে তার বার্থ সার্টিফিকেট থাকা দরকার।
  • আর ভবিষ্যতে বায়োমেট্রিক ম্যাচ করার ক্ষেত্র দরকার হলে তা আপডেট করা যাবে।
  • পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য কি করে আধার কার্ড অ্যাপ্লাই করবেন
  • আপনাদের নিকটতম আধার এনরোলমেন্ট স্টোরে যেতে হবে।
  • এবার এখানে আধার এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে আর এর সঙ্গে নিজের আধার নাম্বার দিতে হবে।
  • আর আপনার বাচ্চা যদি পাঁচ বছরের ছোট হয় তবে অভিভাবকের একজনের আধার দিতে হবে।
  • বাচ্চার ছবি দেওয়া দরকার।
  • আর এর সঙ্গে অন্য ডিটেলে বাড়ির ঠিকানা, পেরেন্টের আধার ডিটেল ইত্যাদি দিতে হবে।
  • আর বাচ্চার বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক।
  • ফিঙ্গারপ্রিন্ট আর আইস্ক্যান পাঁচ বছরের ছোট বাচ্চার দরকার নেই।
  • আর এবার সব কিছু হলে পরে আপনারা একটি অ্যাকনোলেজ স্লিপ পাবেন আর এখানে আপনারা এনরোল্মেন্ট নাম্বার দিতে হবে।
  • আর আপনার আধার স্ট্যাটাস চেক করার জন্য এই আধার এনরোলমেন্ট নামাব্র ব্যাবহার করতে পারবেন।
  • আর বাচ্চার আধার কার্ড এর পরে 90 দিনের মধ্যে পেয়ে যাবেন।

পাঁচ বছরের বেশি বা পাঁচ বছরের বাচ্চার জন্য আধার কার্ড

  • প্রথমে নিকটতম এনরোলমেন্ট অফিসে যেতে হবে।
  • এখানে আধার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে।
  • আপনার বাচ্চার কোন বৈধ প্রমান পত্র না থাকলে নিজের আধার নাম্বার দিতে হবে।
  • আর এর পরে ফর্মে দরকারি ডকুমেন্ট দিতে হবে।
  • এবার বাচ্চার বায়োমেট্রিক দিতে হবে আর আইস্ক্যান করতে হবে আর সঙ্গে ছবিও দিতে হবে।
  • আর এই প্রক্রিয়া শেষ হলে আপনার একটি অ্যাকনলেক স্লিপ দিতে হবে আর এতে আপনার বাচ্চার আধার এনরোলমেন্ট নাম্বার থাকবে।
  • আর এই এনরোলমেন্ট নাম্বারে  আধার স্ট্যাটাস দেখতে কাজে লাগবে।
  • আর এবার 90 দিনের মধ্যে আধার এসে যাবে। 

Digit.in
Logo
Digit.in
Logo