মাত্র 5 মিনিটে ঠিক করে নিন Aadhaar Card এর ভুল নাম, কিছু সহজ উপায় নিমিষে হবে কাজ

মাত্র 5 মিনিটে ঠিক করে নিন Aadhaar Card এর ভুল নাম, কিছু সহজ উপায় নিমিষে হবে কাজ

আধার কার্ড (Aadhaar Card) আজ প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম নেওয়া, ট্যাক্স জমা করা এবং সরকারী সুবিধা নিতে আধার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু একবার আধারে নামের বানান ভুল হয়ে গেলে বা অন্যান্য কারণে নাম পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়। জেনে নিন কীভাবে ঘরে বসে আধারে নাম পরিবর্তন করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Aadhaar Card এ নাম অনলাইন আপডেট কীভাবে করবেন

UIDAI আধার কার্ড আপডেট করার প্রক্রিয়াটি অনেক সহজ করে তুলেছে। এখন আপনি ঘরে বসেই অনলাইন নাম আপডেট করতে পারেন। এর জন্য আধার সেবা কেন্দ্রে লাইনে দাঁড়ানোর দরকার নেই। আপনি মাত্র কয়েকটি ডকুমেন্ট এবং ইন্টারনেট কানেকশন দিয়ে এই প্রক্রিয়া পুরো করতে পারেন। আসুন স্টেপ বায় স্টেপ হিসেবে প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Flipkart এর Big Billion Days Sale 2025 সেল এই দিন হবে শুরু, স্মার্টফোন সহ ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স মিলবে একগুচ্ছ ছাড়

আধার কার্ডে নাম বদলাতে কোন কোন ডকুমেন্ট প্রয়োজনীয়

Aadhaar Card
Aadhaar Card

নাম পরিবর্তনের জন্য, আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্ট UIDAI দ্বারা বৈধ হতে হবে। এর জন্য, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, গেজেট নোটিফিকেশন (নাম পরিবর্তনের জন্য), ব্যাংক পাসবুক/স্টেটমেন্ট (ছবি সহ)।

আধার কার্ডে নাম পরিবর্তনের সহজ প্রক্রিয়া

প্রথমে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://uidai.gov.in) তে যেতে হবে। এখানে “My Aadhaar” সেকশানে যান এবং “Üpdate Aadhaar Online” অপশন সেলেক্ট করুন।

দ্বিতীয়, আপনার আধার নম্বর এবং ওটিপি এর সাহায্যে লগইন করুন। এখানে Name Update অপশনে ক্লিক করতে হবে। নতুন নাম দিতে হবে এবং সঠিক ডকুমেন্ট আপলোড করতে হবে।

তৃতীয় ধাপে, সমস্ত বিবরণ দুবার চেক করে নিন এবং Submit” এ ক্লিক করুন। আপনার সাবমিট করার পর আপনাকে একটি URN (আপডেট অনুরোধ নম্বর) দেওয়া হবে। আপনি এই URN ব্যবহার করে আপনার আপডেটের অবস্থা ট্র্যাক করতে পারেন।

নোট, বলে দি যে একজন ইউজার অনলাইনে মাত্র দুবার নাম আপডেট করতে পারবেন। আপনার সাপোর্টিং ডকুমেন্টে যে নাম দেওয়া সেই নামই লিখুন। ডকুমেন্টের স্ক্যান করা কপিটি স্পষ্ট এবং সুস্পষ্ট হওয়া উচিত। নাম আপডেটের পরে, নতুন আধার কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: তিন মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, Jio এর সস্তা প্ল্যানে কাঁদতে বসেছে Airtel এবং BSNL

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo