2020 সালে SAMSUNG থেকে XIAOMI র একাধিক ফোনের দাম কমেছে

2020 সালে SAMSUNG থেকে XIAOMI র একাধিক ফোনের দাম কমেছে
HIGHLIGHTS

2020 সালে একাধিক ব্র্যান্ডের ফোনের দাম কমেছে

আছে স্যামসাং থেকে ওপ্পো, ভিভো থেকে শাওমি সব ব্র্যান্ডের ফোন

ফ্ল্যাগশিপ থেকে মিড রেঞ্জ সব ফোনের দামই কমেছে

ভারতে গত বছর মানে 2019 সালে একাধিন সব দারুন ফোন লঞ্চ হয়েছিল। আর এবার 2020 সালের প্রথম দিকে এবার একাধিন সব ব্র্যান্ডের ফোনের লঞ্চ হয়েছে বা হতে চলেছে। এই নামি দামি ব্র্যান্ড গুলির মধ্যে স্যামসাং, রিয়েলমি আর ওপ্পোর মতন একাধিক বড় ব্র্যান্ড আছে। আর এর মধ্যে নতুন বছরের শুরুতেই এই সব কোম্পানি গুলি তাদের একাধিন স্মার্টফোনের দাম কমার কথা ঘোষনা করেছে। এই ফোনের তালিকায় Samsung Galaxy S10+ য়ের মতন ফোনের সঙ্গে Vivo Z1Pro র মতন ফোন আছে। আর এখানে আমরা সেই সব ফোনের মধ্যে থেকে কিছু ফোন দেখে নেব।

মানে এখানে আমরা এই সব ব্র্যান্ডের বিভিন্ন রেঞ্জের ফোন দেখব যার দাম 2020 সালের প্রথমেই অনেকটা করা কমেছে। মানে সোজা কথা এই সব ফোন গুলি এখন আগের থেকে কম দামে কেনা যাবে।

এই তালিকায় প্রথমেই আমরা দেখতে পাব Samsung Galaxy S10 য়ের নাম। 16,100 টাকা কমেছে আর এই দাম কমার পরে এখন আপনারা ফোনটি 54,900 টাকা থেকে কিনতে পারবেন। এই ফোনটিতে আছে 6.1 ইঞ্চির AMOLED স্ক্রিন আর সঙ্গে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ।

এই বেশি দামের ফোনের রেঞ্জের মধ্যে স্যামসাংয়ের আরও কিছু হাই রেঞ্জ ফোন আছে। যার মধ্যে Samsung Galaxy S10+ ফোনের নামও আছে। আর এই ফোনটির দান 17,100 টাকা কমেছে আর এখন এই ফোনের এই দাম কমার পরে ফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 61,900 টাকায় কেনা যাবে। আর এই ফোনে আছে এক্সিয়ন্স 9820 অক্টা কোর প্রসেসার যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড। এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি S10e ফোনটিও আছে। আর এই ফোনের দাম 8,000 টাকা কমেছে আর এই ফোনটি এবার 47,900 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে আছে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ। ফোনে এর সঙ্গে একটি 31000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

আর এই সব স্যামসাং ফোনের সঙ্গে সঙ্গে আপনারা আরও এক জনপ্রিয় ব্র্যান্ড শাওমির ফোন Mi A3 ফোনটিও এই তালিকায় আছে এই ফোনটির দাম 1000 টাকা কমেছে। আর এই ফোনটি এখন 4GB র‍্যাম ভেরিয়েন্টে 11,999 টাকায় পাবেন আর এই ফোনে আছে 6GB র‍্যাম ভেরিয়েন্টটি 14,999 টাকায় কেনা যাবে।

আপনি যদি নোকিয়ার ফোন কিনতে চান তবে এবার বছরের শুরুতে Nokia 6.2 আর Nokia 7.2 দুটি ফোনেরই দাম কমেছে। আর Nokia 6.2 ফোনের দাম 3,500 টাকা দাম কমেছে। আর এই দাম কমার পরে এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ফোনের দাম 12,499 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনে আছে 6.3 ইঞ্চির ফুল HD+ স্ক্রিন আর 3500mAh য়ের ব্যাটারি।

Nokia 7.2 ফোনের দাম 3,100 টাকা কমেছে আর এই দাম কমার পরে ফোনের 4GB আর 6GV দুটি ভেরিয়েন্টের দামই কমেছে। এই ফোনটি এখন দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 15,499 টাকা আর 17,099 টাকায় কেনা যাবে। আর এই ফোনে আছে 48MP র মেন ক্যামেরা যুক্ত ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোন আর এই ফোনে আছে একটি 3,500mAh য়ের ব্যাটারি।

Vivo Z1 Pro দারুন দেখতে ফোনটি কিনতে চান তবে এই ফোনটি আপনারা এখন 1000 টাকা কম দামে কিনতে পারবেন। আর এই ফোনটি এই দাম কমার পরে আপনারা 4GB র‍্যামের ফোনটি 12,990 টাকায় পাওয়া যাচ্ছে আর এর সঙ্গে এই ফোনের 6GB র‍্যাম ভেরিয়েন্টটি 13,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 প্রসেসার আর 5000mAh য়ের ব্যাটারি।

হাজার টাকা দাম কমার পরে Vivo Z1X ফোনটি এবার 4GB র‍্যামে 14,990 টাকায় কেনা যাবে, আর এই ফোনের 6GB র‍্যাম ভেরিয়েন্টটি আপনারা 16,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712। আর এই ফোনটি কোম্পানির ফানটাচ OS 9.1 য়ের সঙ্গে এসেছে।

এবার আমরা একটি ওপ্পো ফোন আছে এই ফোনের দাম 500 টাকা কমে এখন Oppo A5 ফোনটি 3GB র‍্যাম ভেরিয়েন্ট 11,490 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম 11,990 টাকা। আর এই ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা আর একটি বড় 5000mAh য়ের ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি A30s ফোনটির 64GB ভেরিয়েন্টের দাম 1000 টাকা কমার পরে এখন 14,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনে আছে 25MP র ফ্রন্ট ক্যামেরা আর 4000mAh য়ের ব্যাটারি। এর সঙ্গে Samsung Galaxy A20s 3Gb র‍্যাম ভেরিয়েন্ট 1000 টাকার দাম কমার পরে 10,999 টাকায় কেনা যাচ্ছে। ফোনে আছে একটি 6.4 ইঞ্চির HD+ স্ক্রিন আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই।

শাওমির গো সিরিজের ফোন redmi Go ফোনটি 300 টাকা দাম কমে 4,299 টাকার প্রাথমিক দামে কেনা যাবে। আর এই ফোনে আছে 16GB স্টোরেজ আর এর দাম, 4,499 টাকা হয়েছে।

এই বছরে শাওমি থেকে স্যামসাং, ভিভো থেকে ওপ্পোর একাধিক দারুন সব ফোনের দাম কমেছে। আর তাই এই ফোনের মধ্যে কোন ফোন আপনারা কিনতে চাইলে দাম কমার সুযোগে সহজেই কিনতে পারবনে।

Digit.in
Logo
Digit.in
Logo