REALME র তিন ফোনের মধ্যে কোনটি কেমন !

REALME র তিন ফোনের মধ্যে কোনটি কেমন !

আজকে এখানে আমরা আপনাদের REALME র তিনটি ফোনের মধ্যে একটি পার্থক্য মূলক বা বলা ভাল একটি তুলনা মূলক আলোচনা করে দেখাব। আজকে এখানে আমরা রিয়েলমির কিছু স্টার ফোনের বিষয়ে কথা বলব। এর মধ্যে দুটি ফোন কোয়াড ক্যামেরার আর একটি ফোনে আছে 64MP র ক্যামেরা।

আজকে এখানে আমরা Relame 5 Pro, Realme 5 আর Realme XT ফোনের তুলনা মূলক আলোচনা করে দেখাব।

Realme 5 Pro VS Realme 5 VS Realme XT র ডিসপ্লে

আমরা প্রথমে এই তিনটি ফোনের ডিসপ্লের বিষয়ে ডিটেলসে দেখে নি। Realme 5 Pro ফোনে আছে একটি 6.3 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 3+ য়ের প্রোটেকশান।

আর সেখানে Relame 5 য়ে আপনারা পাবেনে ক্তি 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আর যা 20:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 3+ য়ের প্রোটেকশান।

আর এবার যদি আমরা Relame XT ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আছে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর যা 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

Realme 5 Pro VS, Realme 5 VS Realme XT র সফটোয়্যার ও অপারেটিং সিস্টেম

আপনারা এই Relame 5 Pro ফোনে পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই আর যা কালার OS 6 নির্ভর। আর এই ফোনে এর সঙ্গে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712। আর এওই ফোনে আছে অ্যাড্রিনো 616।

আর Realme 5 ফোনে আপনারা পাবনে অ্যান্ড্রয়েড 9 পাই যা কালার OS 6 যুক্ত। আর এই ফোনে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 । আর এই ফোনে আছে আর এই ফোনে আপনারা পাবেন অ্যাড্রিনো 610।

আর এবার যদি আমরা Realme XT ফোনটি দেখি তবে এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার OS 6 দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 । আর এই ফোনে আছে অ্যাড্রিনো 616 ।

আর একটি কথা বলে রাখা ভাল যে এই ফোনে মানে এই তিনটি ফোনই অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পাবে।

Relame 5 Pro VS Realme 5 VS Realme XT র স্টোরেজ আর র‍্যামের পার্থক্য

Relame 5 Pro ফোনে আছে চারটি র‍্যাম আর স্টোরেজ অপশান 4GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ, 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ।

আর এই ফোনের সব কটি স্টোরেজ ভেরিয়েন্টই মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Realme 5 ফোনে আপনারা পাবেন তিনটি র‍্যাম আর স্টোরেজ অপশান 3GB র‍্যাম 32GB স্টোরেজ, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ অপশান। আর এই স্টোরেজও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর এবার যদি আমরা Realme XT ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ অপশান পাবেন 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ , এই ফোনের স্টোরেজ UFS 2.1 স্টোরেজ। আর যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Realme 5 Pro VS Realme 5 VS Realme XT র ক্যামেরা

রিয়েলমির প্রথম দুটি ফোনে আছে কোয়াড ক্যামেরা আর একটি ফোনে আছে 64MP র মেন ক্যামেরা।

Relame 5 Pro ফোনে আপনারা পাবেন মেন 48MP র ক্যামেরা আর সঙ্গে 8MP এর একটি ক্যামেরা আর 2MP র একটি ম্যাক্রো লেন্স ও একটি 2MP র ডেপথ সেন্সার।

আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা।

আর এবার যদি আমরা Relame 5 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা পাবেন 12MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র একটি ক্যামেয়ার আর 2MP র ম্যাক্রো লেন্সের সঙ্গে একট 2MP র ডেপথ ক্যামেরা।

আর এবার যদি আমরা Realme XT ফোনে আপনারা পাবেন 64MP র মেন ক্যামেরা আর এই ফোনে এর সঙ্গে আপনারা পাবেন 8MP র ক্যামেরা আর এই ফোনে আছে এর সঙ্গে 2MP র ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা। আর একটি 2MP র ডেপথ ক্যামেরা।

আর এই ফোনে আছে 16MP র ফ্রন্ট ক্যামেরা।

Realme 5 Pro VS Realme 5 VS Realme XT র ব্যাটারি

Relame 5 Pro ফোনে আপনার পাবেন 4035mAH য়ের ব্যাটারি যা 20W VOOC 3.0 চার্জ সাপোর্ট করে। আর এর সঙ্গে আপনারা Relame 5 ফোনে পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি যা 10W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আর Realme XT ফোনে আপনারা পাবেন 4000mAh য়ের ব্যাটারি যা 20W VOOC ফ্ল্যাশ চার্জ 3.0 সাপোর্ট করে।

 

Digit.in
Logo
Digit.in
Logo