REALME 6 PRO আর SAMSUNNG GALAXY M31 য়ের তুলনামূলক আলোচনা

REALME 6 PRO আর SAMSUNNG GALAXY M31 য়ের তুলনামূলক আলোচনা
HIGHLIGHTS

এদের মধ্যে কি স্পেক্স আছে জানুন

এদের পার্থক্য জানুন

ভারতে সবে গত কাল লঞ্চ হয়েছে Realme 6 Pro ফোনটি। আর এই ফোনে আছে একটি 64MP র কোয়াড ক্যামেরা সেটআপ। আর আজকে এই ফোনের সঙ্গে আমরা 6000mAh য়ের ব্যাটারি যুক্ত Samsung Galaxy M31 ফোনের মধ্যেকার স্পেক্সের একটি তুলনামূলক আলোচনা করব।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 য়ের দাম

Realme 6 Pro ফোনটি ভারতে 6GB+64GB 16,999 টাকায় আর 6GB, 128Gb র দাম 17,999 টাকা আর 8GB.128GB র দাম 18,999 টাকায় পাওয়া যাবে। আর Samsung Galaxy M31 ফোনটির প্রাথমিক দাম 14,999 টাকা রাখা হয়েছে।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 র ডিসপ্লে

রিয়েলমির এই ফোনে আপনারা পাবেন 6.6 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনে আছে 20:9 অ্যাস্পেক্ট রেশিও। আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান আছে।

আর Samsung Galaxy M31 ফোনে আপনারা পাবেন 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে যা 19:5.9 অ্যাস্পেক্ট রেশিও দিচ্ছে আর এই ফোনে আপনারা পাবেন কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 য়ের ক্যামেরা

এবার যদি আমরা দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে আপনারা Realme 6 Pro ফোনে আপনারা 64MP র মেন ক্যামেরা পাবেন আর এই ফোনে Samsung GW1 সেন্সার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে আছে 13Mp আর 8MP র সেন্সার আর সঙ্গে আছে 2MP র ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন ফ্রন্টে ডুয়াল ক্যামেরা যা 16Mp র সঙ্গে 8MP র ক্যামেরা দিচ্ছে।

আর সেখানে Samsung Galaxy M31 ফোনে আছে কোয়াড ক্যামেরা পাবেন যা মেন 64MP র রেয়ার ক্যামেরা সঙ্গে 8MP র ক্যামেরা আর 5Mp র ক্যামেরা দিচ্ছে আর এই ফোনের চতুর্থ ক্যামেরাটিও 5Mp র ক্যামেরা। ফোনের ফ্রন্টে একটি ক্যামেরা আছে যা 32MP র ক্যামেরা দিচ্ছে।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 য়ের র‍্যাম আর স্টোরেজ

এবার যদি আমরা দুটি ফোনের র‍্যাম আর স্টোরেজ অপশান দেখি তবে এখানে আপনারা রিয়েলমির ফোনে 6GB র‍্যাম আর 8Gb র‍্যাম অপশান পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 64GB আর 128GB র স্টোরেজ অপশান পাবেন।

আর Samsung Galaxy M31 ফোনে আছে 6Gb র‍্যাম আর 64GB আর 128GB র স্টোরেজ যুক্ত।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 য়ের SoC

রিয়েলমির ফোনে আছে অ্যান্ড্রয়েড 10 আর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 720G আর এটি Realme UI য়ের সঙ্গে এসেছে।

আর সেখানে Samsung Galaxy M31 ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 10 আর এটি One UI যুক্ত আর ফোনে আছে এক্সিয়ন্স 9611।

Realme 6 Pro VS Samsung Galaxy M31 য়ের ব্যাটারি

রিয়েলমির এই ফোনে আছে 4300mAh য়ের ব্যাটারি আর এটি 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর সেখানে স্যামসাংয়ের এই ফোনে 6000mAh য়ের ব্যাতারি আর এটি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo